রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

প্রেম করছেন অনেক দিন ধরে। ভালো সম্পর্ক তৈরি হয়েছে দু’ জনের মধ্যে। একটা আলাদা বোঝাপড়া ক্রমশ তৈরি হচ্ছে। আগামী দিনে একসঙ্গে সুখের সংসার করতে চান। কিন্তু প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে কয়েকটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ। তাই সুন্দর সম্পর্কের জন্য এই বিষয়গুলি মাথায় রাখুন।

দু’জনে সময় বের করে গল্প করুন। বন্ধুদের জন্য আলাদা সময় না রেখে সঙ্গীর সঙ্গে বন্ধুদের নিয়ে একসঙ্গে জমজমাট পরিবেশ তৈরি করুন। মনের কথা খুলে বলুন তাঁকে। দেখবেন ধীরে ধীরে বন্ধুত্বের গভীরতা তৈরি হচ্ছে।

যে কোনও কাজে সমান দায়িত্ব ভাগ করে নিন। নিজে পারবো না বলে বা ওটা ওর কাজ এই বলে সঙ্গীর ওপর চাপিয়ে দেবেন না। কোনও কাজই ছেলেদের বা মেয়েদের বলে আলাদা করে হয় নয়। তাই কাজের ক্ষেত্রে কখনও বিভেদ সৃষ্টি করবেন না। এতে সম্পর্ক অনেক সহজ হয়ে উঠবে।

নিজের পূর্ব অভিজ্ঞতা নিয়ে তার সঙ্গে ভাগ করে নিন। আগে কখনও প্রেমে পড়ে থাকলে সেই কথা অকপটে তাঁকে জানা। একে অপরের কাছে যত স্বচ্ছন্দ থাকবেন ততই সম্পর্ক সহজ হবে। একে অপরের প্রতি নির্ভরতা তৈরি হবে। বাড়বে সম্পর্কের গভীরতা।

Skip to content