রোজদিন কিছু কিছু অভ্যাসে পরিবর্তন না আনলে ওজনকে নিয়ন্ত্রণ করা কঠিন। আসুন একঝলকে জেনে নিন, কোন কোন অভ্যাসে বদল আনতে হবে।
প্রাতরাশ না করা
● সকালের প্রাতরাশ করা ওজন কমানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাতরাশ যথাযথ পরিমাণে এবং পুষ্টি সমৃদ্ধ খাবারের পরিপূর্ণ হলে আপনার সারাদিনের পুষ্টির প্রায় অর্ধেক অংশই সম্পূর্ণ হয়ে গিয়ে থাকে। তাই পুষ্টিবিদদের পরামর্শ, ওজন কমানোর প্রথম ধাপই হল সকালে ভারী জলখাবার খাওয়া।
মন ভালো খাওয়া
● ওজন বেড়ে যাওয়ার আরও একটি কারণ হল ‘স্ট্রেস ইটিং’। মন ভালো রাখতে যখন তখন যা খুশি খেয়ে ফেলার অভ্যাস চিরতরে বন্ধ করে দিতে হবে।