শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

বাজারে এখন বিভিন্ন সংস্থার একাধিক রকমের সানস্ক্রিন লোশন পাওয়া যাচ্ছে। যদিও চিকিৎসকেরা সব সময়ই কোন ধরনের ত্বকের জন্য ঠিক কী ধরনের প্রসাধনী ভালো, তা জেনে বুঝে কিনতে পরামর্শ দেন।
তার পরেও সেই সব ক্রিম মেখে রোদে বেরলেই মুখে কালচে ছোপ, র্যা শ ও তেলের পরিমাণ বেড়ে যায়। শুরু হয় হাজারো ত্বকের সমস্যা। শেষমেশ অনেকেই হতাশ হয়ে সানস্ক্রিন ব্যবহার বন্ধই করে দেন। তবে একথাও তো সত্যি রোদে বেরোলে ত্বক পুড়বে না, এমনটাও হয় না। বিশেষজ্ঞদের কথায়, রোদে পোড়া দাগ দূর করতে অ্যালো ভেরা বা ঘৃতকুমারীর নির্যাসের জুড়ি মেলা ভার। অ্যালো ভেরা বা ঘৃতকুমারীর নির্যাস ত্বকের জন্য খুবই উপকারী। তবে তা ব্যবহার করতে হবে নিয়ম মেনে।
আরও পড়ুন:

অসমের আলো অন্ধকার, পর্ব-৩৩: শিবসাগরে ছড়িয়ে আছে ইতিহাসের বহু নিদর্শন

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬২: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— সুখদর্শন ও হুড়ো

 

অ্যালো ভেরা জেল বা পাতার নির্যাস কী ভাবে ব্যবহার করবেন?

শরীরের যে যে অংশে সরাসরি রোদ লাগে, সেখানে অ্যালো ভেরা পাতার নির্যাস বা অ্যালো ভেরা জেল মেখে নিন। কোনও সমস্যা না থাকলে একটু ম্যাসাজও করতে পারেন।

আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৫: পতন আসন্ন হলেই সবার বুদ্ধিভ্রষ্ট হয়

দশভুজা, পর্ব-৩৬: মৃণালিনী— রবি ঠাকুরের স্ত্রী-র লেখকসত্তা

অ্যালো ভেরা পাতার নির্যাস এবং গোলাপ জল ভালো করে মিশিয়ে একটি পাত্রে ভরে ফ্রিজে রেখে দিন। বাইরে থেকে ফিরে হাত ও মুখ পরিষ্কার করে সেটি মাখলে উপকার পাওয়া যাবে।
কোনও কাজে বাইরে বেরোলে কিছু ক্ষণ অন্তর মুখ, হাত ধুয়ে নিন। তার পরে ফের অ্যালো ভেরা জেল মাখুন।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬০: শ্রীমার রামেশ্বরম যাত্রা

ত্বকের পোড়া অংশে অ্যালো ভেরা জেল ব্যবহারের আগে সেখানে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। হালকা কোনও তরল সাবান দিয়ে ত্বক পরিষ্কার করে নিন।
সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে বাঁচতে অ্যালো ভেরা জেল মাখার পরেও পোশাক পরুন। আর অবশ্যই রোদচশমা, টুপি, ছাতা ব্যবহার করবেন।

Skip to content