বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

বাঙালি মানেই সারাবছর উৎসবের মরসুম। আর উৎসবে তো বিনা সাজ গোজে যাওয়া যায় না। ত্বকের রূপটানের সঙ্গে সঙ্গে আপনার পোশাকের সঙ্গে মানানসই রঙের নেলপলিশও পরতে হয়। কিন্তু আপনার পছন্দের রঙের নেলপলিশ লাগাতে গিয়ে যদি দেখেন যে রিমুভারের শিশিটি খালি, সেক্ষেত্রে স্বাভাবিক ভাবেই আপনি হতাশ হয়ে পড়েন। তবে ঘরোয়া কয়েকটি উপায় মাথায় থাকলে এই সমস্যার চটজলদি সমাধান আপনি পেয়ে যেতে পারেন।
 

ঘরোয়া উপায়ে কী ভাবে নেলপলিশ তুলবেন?

 

ডিওডোরেন্ট

নেলপলিশ তুলতে কাজে আসতে পারে ডিওডোরেন্ট বা বডি স্প্রেও। নখের উপর ডিওডোরেন্ট স্প্রে করে তুলো দিয়ে ঘষলেই খুব তাড়াতাড়ি উঠে যাবে নেলপলিশ।
 

টুথপেস্ট

বাড়িতে রিমুভার না থাকলেও সব্বারিতে বাড়িতে টুথপেস্ট থাকেই। কোনও একটি ব্রাশে টুথপেস্ট লাগিয়ে নখের উপর ঘষলেই অনায়াসেই উঠে যাবে নেলপলিশ।

আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৪৭: মূর্খকে উপদেশ দিলে সেটা তার রাগের কারণ হয়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৫: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— আমুর ও গোশিঙা

 

লেবু ও ভিনিগার

লেবু আর ভিনিগার এই দু’টি উপকরণ প্রায় সব বাড়ির রান্নাঘরেই থাকে। একটি পাত্রে লেবুর রস আর ভিনিগার মিশিয়ে তাতে আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রেখে তুলো দিয়ে ঘষলেই উঠে যাবে নেলপলিশ।
 

নেলপালিশ

তাছাড়া পুরোনো নেলপালিশ তুলতে নখের উপর নতুন নেলপালিশের প্রলেপ ভালো করে লাগান। এতে আগের নেলপলিশ নরম হয়ে যাবে। তুলো বা নরম কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন পুরানো নেলপলিশ সহজেই উঠে যাবে।

আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫২: দেশহিতৈষী মা সারদা

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৩: মৃণালিনীর মৃত্যু হয়েছিল কীসে?

 

স্যানিটাইজার

স্যানিটাইজার শুধু হাতই পরিষ্কার করে না, নেলপলিশ তুলতেও সাহায্য করে। তুলোয় কয়েক ফোঁটা স্যানিটাইজার ঢেলে নখের উপর ঘষে দেখুন নিমেষে উঠে আসবে নেলপলিশ।
 

পারফিউম

পারফিউমের বোতল প্রায় খালি হয়ে এসেছে? তলানিতে একটুখানিই পরে আছে বোতলের নীচে। পারফিউমে মজুত থাকা অ্যাসিটন খুব ভাল নেলপলিশ রিম্যুভারের কাজ করবে। তুলোতে পারফিউম ভিজিয়ে নিন তার পর ওই ভেজানো তুলো দিয়ে নখের উপর ঘষলেই উঠে যাবে নেলপলিশ।
 

হেয়ার স্প্রে

তুলোতে অল্প পরিমান হেয়ার স্প্রে ভিজিয়ে নিন। সেই তুলো নখের উপর ঘষলেই উঠে আসবে নেলপলিশ।

আরও পড়ুন:

যৌনমিলনে আকর্ষণ কমছে? কী করলে মিলবে সমাধান

পঞ্চাশের পরেও তরতাজা থাকতে চান? মুশকিল আসান করতে পারে ভিটামিন সি

 

অ্যালকোহল

এক টুকরো তুলোতে অল্প অ্যালকোহল ভিজিয়ে নিন। নেলপলিশ লাগানো নখের উপর বুলিয়ে নিন অ্যালকোহলে ভিজিয়ে রাখা তুলো। আস্তে আস্তে ঘষলেই উঠে আসবে নেলপলিশ। যে হেতু অ্যালকোহল খুব ভাল জীবাণুঘাতী তাই রঙের পাশাপাশি নখে ময়লা জমে ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে তাও ঠেকানো যাবে।
 

ভিনিগার

অ্যালকোহলের মতোই ঘরোয়া উপায় খুব ভাল নেলপলিশ রিমুভার কাজ করে ভিনিগার। একটি পাত্রে পরিমান মতো ভিনিগার নিন। তার মধ্যে পাতিলেবু অথবা কমলা লেবুর রস মিশিয়ে নিন। পাত্রটির মধ্যে কিছু ক্ষণ নখ ডুবিয়ে রাখুন। আস্তে আস্তে তুলো দিয়ে ঘষলেই নেলপলিশের রঙ উঠে যাবে।
 

গরম জল

একটি পাত্রে জল গরম করুন। সহনীয় গরম জলের মধ্যে আঙুল ডুবিয়ে রাখুন। মিনিট দশেক রাখুন। এর পর আস্তে আস্তে ঘষলেই নেলপলিশ উঠে যাবে।


Skip to content