সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

ত্বকের সমস্যায় জেরবার হন বহু মানুষই। শুধু মহিলারা নন, ত্বকের যত্নের প্রয়োজন পুরুষদেরও। আর এক্ষেত্রে মোক্ষম দাওয়াই হতে পারে ভিটামিন-ই ক্যাপসুল। ব্রণ থেকে কালচে ভাব কিংবা ত্বকের ঔজ্জ্বল্য কমে যাওয়া, বার্ধ্যক্যের ছাপ, বলিরেখা অর্থাৎ রিঙ্কেলস বা মুখের দাগ সবই কমাতে সাহায্যে করে এই ভিটামিন-ই। ভিটামিন-ই এর মধ্যে আলফা টোকোফেরল নামক একটি অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা আপনার ত্বককে রক্ষা করে ফ্রি র্যা ডিকালের আক্রমণ থেকে।
টোকোফেরল অ্যান্টি-এজিং ক্রিমেও ব্যবহার করা হয়। তবে ভিটামিন-ই ত্বকের জন্য স্বাস্থ্যকর হলেও সরাসরি ব্যবহার করলে ত্বকের কিছু ক্ষতিও হতে পারে। যাঁদের ত্বক খুব স্পর্শকাতর তাঁরা যদি সরাসরি ত্বকে ভিটামিন-ই ব্যবহার করেন তা হলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে। তাই সরাসরি ত্বকে না লাগিয়ে বরং কয়েকটি উপকরণের মিশ্রণে ব্যবহার করুন।
আরও পড়ুন:

ফেসবুক প্রোফাইলে ১ ডিসেম্বর থেকে ব্যবহারকারীদের এই তিনটি তথ্য দেখা যাবে না, কী কী জানেন?

আচমকা হাওড়া ব্রিজের মাথায় চড়ে বসলেন যুবক, নেমে এসে বললেন, ‘আমার বাড়ি খুঁজছিলাম’

ত্বকের বিভিন্ন সমস্যা থেকে চটজলদি মুক্তি পেতে ভিটামিন-ই এর নির্যাস এক চামচ দইয়ের সঙ্গে মিশিয়ে একটি ফেসপ্যাক বানিয়ে ত্বকে লাগান। এতে ত্বক উজ্জ্বল ও মসৃণ হবে।

এক চামচ মধু, লেবুর রস ও ভিটামিন-ই এর নির্যাস একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ভালো ফল পাবেন।

পাকা পেঁপে, মধু আর লেবুর রসের মাস্কেও ভিটামিন-ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে ব্রণ, ত্বকের দাগ-ছোপ তো কমবেই, সেই সঙ্গে ক্রমশ বাড়বে উজ্জ্বলতাও।
আরও পড়ুন:

শীতের হাঁচি-কাশি সারাতে ভরসা থাকুক আয়ুর্বেদে, কখন কী খাবেন?

প্রায়শই ব্যায়াম করে বেশ ক্লান্ত হয়ে পড়েন? শরীরচর্চার পরে এই সব খাবার খেতে পারেন

এক চামচ মধু, লেবুর রস ও ভিটামিন-ই এর নির্যাস একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ভালো ফল পাবেন।

গোলাপ জল, মুলতানি মাটির সঙ্গে ভিটামিন-ই এর নির্যাস মিশিয়ে ত্বকে কিছু ক্ষণ লাগিয়ে রাখুন।

ভিটামিন-ই তেল, নারকেল তেল, ল্যাভেন্ডার তেল একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলে অ্যালার্জির হাত থেকেও মুক্তি পেতে পারেন।

Skip to content