শুক্রবার ৪ অক্টোবর, ২০২৪


ছবি: প্রতীকী।

বছরভর ভাজাভুজি, বিরিয়ানি, পোলাও, কাবাব— না নেই কোনওটাতেই। কিন্তু নিত্যদিন এমনটা চলতে তো পেটের সমস্যা অবধারিত। হজমের গোলমালের জন্যই শুরু হয় পেটে ব্যথা। তবে, কয়েকটি ঘরোয়া টোটকা মেনে চললে পেটে ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। রইল কয়েকটি সহজ ঘরোয়া উপায়।
 

কী কী খেলে রেহাই পাবেন

 

গোল মরিচ

স্বাস্থ্যের উন্নতির জন্য গোল মরিচ খুবই উপকারী। একটি পাত্রে জলে গোল মরিচ, একটুখানি আদা, লবণ ভালো করে মিশিয়ে কিছু ক্ষণ ফুটিয়ে নিন। এ বার সেই পানীয় ভালো করে ছেঁকে খেয়ে খেয়ে নিন। পেট ব্যথায় উপশম হবে। তবে কারও যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাহলে লবণ মেশাবেন না।

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৭২: বনবাসজীবনে প্রকৃতির প্রভাব কি রামের দুঃখকে মুছে দিয়েছিল?

উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’

 

ঈষদুষ্ণ জল

পেট ব্যথায় ঈষদুষ্ণ জল ও নুন খুবই উপকারী। এক্ষেত্রে ঈষদুষ্ণ জলের সঙ্গে এক চিমটে নুন মিশিয়ে সেই জল পান করুন, সুফল মিলবে।
 

অ্যালো ভেরা

অ্যালো ভেরার রসও পেটের সমস্যায় দারুণ কাজ করে।

আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৬: নান্দনিক শিক্ষায় উৎসাহী ছিলেন শ্রীমা

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫০: পুত্রস্নেহে অন্ধ হলে পিতাকেও ধৃতরাষ্ট্রের মতো দুর্দশা ভোগ করতে হয়

 

এলাচ ও মধু

এলাচ পেটের সমস্যায় খুব উপকারী। পেটে ব্যথা শুরু হলে দুটি এলাচ মধুর সঙ্গে মিশিয়ে খেয়ে দেখতে পারেন। উপকার পাবেন।
 

ডালিম

গ্যাসের সমস্যায় ভালো দাওয়াই হতে পারে ডালিম। ডালিমের সঙ্গে একটুখানি গোল মরিচ ও নুন মিশিয়ে নিন। ব্যাস খেয়ে দেখুন তাড়াতাড়ি উপকার পাবেন।

আরও পড়ুন:

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৩: কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৩: টলস্টয় ও সোফিয়া—সে কি কেবলই যাতনাময়…/৩

 

আদা চা

আদা চা-ও পেটে ব্যথায় ভালো কাজ দেয়। আর একটা তো সবারই জানান যে, আদা হজমশক্তি বাড়াতে সাহায্য করে।
 

জিরে, মৌরি, জোয়ান, গোলমরিচ ও লবঙ্গ

এক কাপ জলে জিরে, মৌরি, জোয়ান, গোলমরিচ এবং লবঙ্গ মিশিয়ে বেশ খানিক ক্ষণ ফুটিয়ে নিন। এবার সেই পানীয়টি ছেঁকে নিয়ে গরম গরম পান করুন। দ্রুত রেহাই মিলবে পেটে ব্যথা থেকে।


Skip to content