বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

দূষণ, আদ্রতা এবং অত্যধিক তৈলাক্ত খাবারের জন্য ত্বক তার স্বাভাবিক ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। কী ভাবে ত্বকের জেল্লা ফেরাবেন? এত চিন্তা না করে বরং ঘরোয়া কয়েকটি ফেস প্যাকে ভরসা রাখতে পারেন। কয়েক দিনেই ফিরে পাবেন আপনার ত্বকের হারানো ঔজ্জ্বল্য।
 

অ্যালো ভেরা-গ্লিসারিন প্যাক

গ্লিসারিন ও অ্যালো ভেরা জেল একসঙ্গে ভালো ভাবে মিশিয়ে নিন। এ বার সেই প্যাক সারা মুখে ভালো করে মেখে নিন। এ ভাবে ১৫ মিনিট রেখে তার পরে ধুয়ে নিন। এই প্যাক সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ত্বক হবে মসৃণ।

আরও পড়ুন:

রহস্য উপন্যাস: হ্যালো বাবু!, পর্ব-৩৩: রীনাকে নিয়ে পালিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে বিয়ের পরিকল্পনা ছিল প্রলয়ের

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯১: এক আলমারি বই : রাণুর বিয়েতে কবির উপহার

 

দই-কলা-মধুর প্যাক

প্রথমে দই, কলা ও মধুর এই তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তার পর সেই মিশ্রণ বা প্যাকটিকে পুরো মুখে ভালো করে লাগিয়ে নিন। এ ভাবে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কিছু দিন এরকম ব্যবহার করলে আপনার ত্বকের জেল্লা অনেকটাই ফিরবে।

আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫১: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—পশুর, ধুধুল ও হাবল

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪৯: রসিক স্বভাব মা সারদা

 

টম্যাটো-লেবুর প্যাক

প্রয়োজন মতো কয়েকটা টম্যাটো কেটে ভালো করে মসৃণ করে বেটে নিন। সেই মিশ্রণে মিশিয়ে নিন কয়েক ফোঁটা লেবুর রস। এ বার সেই মিশ্রণ আপনার গলায়, কাঁধে ভালো করে লাগিয়ে নিন। এ ভাবে ২০ মিনিট রাখুন। তার পরে ভালো করে ধুয়ে ফেলুন। অনেকেই হয়তো জানেন না, টম্যাটো ও লেবুর মিশ্রণ দিয়ে তৈরি এই প্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বকের মৃত কোষ উঠে যায়।

আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৪৬: রাজার নিয়ন্ত্রণহীন অনুচরেদের কুকর্মের দায় রাজাকেই নিতে হয়

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৩: এক্সপায়ারি ডেটের ওষুধ খাবেন?

 

কাঠবাদামের প্যাক

রাত দুধে ভিজিয়ে রাখুন ৪-৫টি কাঠবাদাম। সারা রাত এ ভাবে রেখে দিন। সকালে সেই বাদাম ভালো করে বেটে প্যাক তৈরি করে ফেলুন। এই প্যাক নিয়মিত ব্যবহার করতে হবে। ত্বকে লাগানোর পরে কিছু ক্ষণ রেখে দিতে হবে। ত্বকে লাগানো প্যাক শুকিয়ে গেলে ঠান্ডা জলে পরিষ্কার করে ধুয়ে ফেলুন।


Skip to content