শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

সামনেই আপনার বিয়ে? বিয়ের আগে আত্মীয়-পরিজন আর বন্ধুবান্ধবদের দেওয়া আইবুড়ো ভাত খেয়ে ওজন দিন দিন বেড়েই চলেছে। কিন্তু সব জেনে শুনেও আপনি না করতে পারছেন না। দিন কয়েকের অনিয়মের ফলে কেবল পেটে জমছে মেদ। রিসেপশনের শেরওয়ানিটা তো আগেই তৈরি করা হয়ে গিয়েছে। আদৌ সেটা আঁটবে তো? চিন্তায় আপনার মাথায় হাত! পেটের মেদ ঝরানোর পরিকল্পনা করছেন? হাতে মাত্র এক মাস সময় আছে! আদৌ পেটের মেদ ঝরানো সম্ভব কি না ভাবছেন? জীবনযাপনে সামান্য বদল এনে এবং একটু নিয়ম মেনে ডায়েট করলে এক মাসে পেটের মেদ ঝরানো অসম্ভব নয়।
পুষ্টিবিদদের মতে, একেবারে ক্র্যাশ ডায়েট শুরু করে দিলে চলবে না। অনেকে কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করে দেন। কেবল তরল ডায়েট মেনে চলেন। এই প্রকার ডায়েটে আপনার ওজন দ্রুত ঝরবে বটে, কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক। তাই সেই পন্থায় না যাওয়াই ভাল। তা হলে কেমন ডায়েট মেনে চলতে পারেন?
আরও পড়ুন:

শীতের সাজে নতুনত্ব চাই? এই সব স্টাইলে উল বা সিল্কের রঙিন স্কার্ফ পরে মধ্যমণি হয়ে উঠুন

উত্তম কথাচিত্র, পর্ব-১৫: যখন ‘ওরা থাকে ওধারে’

ডায়েট থেকে কার্বোহাইড্রেট সম্পূর্ণ ভাবে বাদ দেওয়ার কোনও প্রয়োজন নেই। তবে খেয়াল রাখুন আগামী এই এক মাস যেন জটিল কার্বোহাইড্রেট যুক্ত খাবারই খাওয়া হয়। যেমন সাধারণ পাউরুটির পরিবর্তে ব্রাউন ব্রেড, ভাত খেতে ইচ্ছা করলে ব্রাউন রাইস, সাধারণ পাউরুটির বদলে ব্রাউন ব্রেড খাওয়া শুরু করুন। পরিমাণও রাখতে হবে নিয়ন্ত্রণে। ডায়েট থেকে কার্বোহাইড্রেট সম্পূর্ণ ভাবে বাদ দেওয়ার কোনও প্রয়োজন নেই। তবে খেয়াল রাখুন আগামী এই এক মাস যেন জটিল কার্বোহাইড্রেট যুক্ত খাবারই খাওয়া হয়। যেমন সাধারণ পাউরুটির পরিবর্তে ব্রাউন ব্রেড, ভাত খেতে ইচ্ছা করলে ব্রাউন রাইস, সাধারণ পাউরুটির বদলে ব্রাউন ব্রেড খাওয়া শুরু করুন। পরিমাণও রাখতে হবে নিয়ন্ত্রণে।
আরও পড়ুন:

বাইরে দূরে, ফল কালারের রূপ-মাধুরী, পর্ব-৯: নীল আকাশ, রঙিন ফল কালার, হ্রদের জলে তার প্রতিচ্ছবি…ঠিক যেন রূপকথার গল্প

খাই খাই: শীতের আমেজে লোভনীয় কিছু খাওয়ার ইচ্ছা? রেস্তরাঁর মতো ঝটপট বানিয়ে ফেলুন সুখা মরিচ মাটন

ডায়েটে এমন খাবার রাখুন, যাতে বেশি মাত্রায় ফাইবার আছে। ময়দার বদলে আটা, ওটস, জোয়ার রাখুন খাদ্যতালিকায়। খুব ভালো হয় যদি গম, ওটসের তুষ রাখতে পারেন ডায়েটে। প্রত্যেক চার ঘণ্টা অন্তর অল্প পরিমাণ খাবার খেতে থাকুন। খালি পেটে ভুলেও থাকবেন না। বেশি করে মরসুমি ফল ডায়েটে রাখুন।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৩: নোবেল-প্রাপ্তির সংবর্ধনা-সভায় রবীন্দ্রনাথ ক্ষোভ উগরে দিয়েছিলেন

শাশ্বতী রামায়ণী, পর্ব ২৬: ‘সত্যেরে লও সহজে’—রাজসুখ ছেড়ে কি তবে বনবাসী মন?

ওজন ঝরাতে চাইলে দিনে দুই থেকে আড়াই লিটার জল খেতেই হবে। আর সাত থেকে আট ঘণ্টার ঘুমও ভীষণ জরুরই। ডায়েট মানেই একেবারে তেল-মশলা ছাড়া খাবার খেতে হবে, এমনটা নয়! শরীরে কোনও জটিল রোগ না থাকলে একবারে তেল ছাড়া খাবার খাওয়া উচিতও নয়। ওজন ঝরাতে চাইলে চার থেকে পাঁচ চামচ তেল দিয়ে সারা দিনের খাবার তৈরি করুন। ডায়েটে মাখন না রাখাই ভালো। পরিবর্তে দিনে এক চামচ ঘি খাওয়া যেতেই পারে।

Skip to content