আমরা সকলেই চাই উজ্জ্বল, নিখুঁত ত্বক পেতে। এক্ষেত্রে প্রথমেই ত্বক ভালো করে পরিষ্কার করা দরকার। বাইরে থেকে ফিরে এসে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে দিনে অন্তত দু’বার মুখ পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি ত্বক ভালো রাখতে গেলে মুখ ধোয়ার কিছু পদ্ধতি মেনে চলা উচিত।
কোন কোন বিষয় মাথায় রাখতেই হবে?
তৈলাক্ত ত্বক
●অতিরিক্ত গরমে বা তৈলাক্ত ত্বকের কারণেও অনেকেই দিনে চার-পাঁচ বার মুখ ধুয়ে থাকেন। আমরা অনেকেই হয়তো জানি না, দিনে দু’ বারের বেশি মুখ ধোয়া উচিত নয়। এতে ত্বকের উপকারের থেকে অপকারই বেশি হয়ে থাকে।