বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

তুলসীপাতার নানা ধরনের উপকারিতার কথা অজানা নয়। অনেকেই সর্দি-কাশির হাত থেকে বাঁচতে তুলসীপাতা খান। ঠাকুমা-দিদিমারাও প্রতিদিন নিয়মিত সকালে খালি পেটে তুলসীপাতা খাওয়ার কথা বলতেন। আগে অনেকে নিয়মিত তুলসীপাতা খেতেনও। তবে এখন সেই অভ্যাস ছেড়েছেন অনেকেই। অথচ প্রতিদিন সকালে খালিপেটে ৪-৫টি তুলসীপাতা খেলে, আমাদের শরীর নানা ভাবে উপকৃত হয়। একঝলকে জেনে নিন, স্বাদে কষা তুলসীপাতার উপকারিতার কথা।
 

একঝককে তুলসীপাতার উপকারিতা

 

ওজন কমে

সবার হয়তো জানা নেই, নিয়মিত তুলসীপাতা খেলে ওজন কমে। তুলসীপাতায় থাকা গুরুত্বপূর্ণ উপাদান হজমের প্রক্রিয়া দ্রুত করে। তাই ওজনও কমে তাড়াতাড়ি।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৬: যন্ত্রণাদগ্ধ জ্যোতিরিন্দ্রনাথ রাঁচিতে পেয়েছিলেন সান্ত্বনার প্রলেপ

কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না বুঝবেন কী করে? চোখ, পা, ত্বকের এই সব লক্ষণ দেখলেই সতর্ক হন

 

ডায়াবিটিস নিয়ন্ত্রণে

একাধিক গবেষণায় দেখা গিয়েছে, তুলসীপাতায় উপস্থিত যৌগ আমাদের রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। তুলসীতে থাকা উপদান ইনসুলিনের ক্ষরণ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই যাঁরা ডায়াবিটিসে ভুগছেন, তাঁরা নিয়মিত তুলসীপাতা খেতেই পারেন।

আরও পড়ুন:

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৩৮: স্বপনদোলা নাচিয়ে আয়

জাপানি রেইকি কী? এই থেরাপি কীভাবে রোগ নিরাময় সাহায্য করে?

 

মুখের দুর্গন্ধ দূর করে

তুলসীপাতা আমাদের মুখগহ্বরের ক্ষতিকারক জীবাণু মুক্তিতেও সাহায্য করে। রোজ দিন সকালে তুলসীপাতা চিবিয়ে খেলে মুখের মধ্যে থাকা ক্ষতিকর ব্যাক্টিরিয়া ধ্বংস হয়। সেই সঙ্গে কমে মুখের দুর্গন্ধও।
 

ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়

সর্দি-কাশিতে ভুগলে অনেক সময়ে তুলসীপাতা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তুলসীপাতায় থাকা উপাদান ফুসফুসের স্বাস্থ্যরক্ষায় বড় ভূমিকা নেয়। ব্রঙ্কাইটিসের মতো রোগকে তুলসীপাতা দূরে রাখে।

আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৬: সুন্দরবনের লৌকিক চিকিৎসায় ম্যানগ্রোভ—হরগোজা ও কেয়া

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২১: গিরীন্দ্রমোহিনী দাসী—এক শক্তির গল্প

 

ত্বকের জন্যও উপকারী

আমরা সবাই জানি তুলসীপাতা অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। রোজ নিয়ম করে কয়েকটি তুলসীপাতা খেলে ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখা যায়। আবার যাঁরা ব্রণের সমস্যায় ভুগছেন, তাঁরাও তুলসীপাতা নিয়মিত খেলে উপকার পাবেন।


Skip to content