শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

ভারতে গ্রাহকসংখ্যা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল অ্যামাজন। সংস্থাটি বাজারে নিয়ে এসেছে প্রাইম লাইট সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশন সাধারণ প্রাইমের তুলনায় বেশ সস্তা। অ্যামাজনের এই নয়া সাবস্ক্রিপশন নিতে হলে গ্রাহককে একেবারে এক বছরের জন্য পরিষেবাটি কিনতে হবে। এর জন্য গ্রাহককে এককালীন ৯৯৯ টাকা দিয়ে সারা বছরের প্যাকটি কিনতে হবে।
তবে গ্রাহক চাইলেই এই প্ল্যানটির জন্য প্রতি মাসে অথবা প্রতি ছ’মাস অন্তর রিচার্জ করতে পারবেন না। সাধারণ প্রাইম মেম্বারশিপ নিতে ভারতে গ্রাহককে বছরে ১,৪৯৯ টাকা খরচ করতে হয়। আর প্রতি মাসের জন্য ২৯৯ টাকা এবং ছ’মাসের জন্য মেম্বারশিপ নিতে হলে ৫৯৯ টাকা করে গ্রাহককে খরচ করতে হয়।
আরও পড়ুন:

‘আরআরআর’-এর সাড়াজাগানো সাফল্য অতীত! এ বার পরিচালনা ছেড়ে কোন দিকে মন দিলেন রাজামৌলি?

কত দিন অন্তর পরিবর্তন করবেন আপনার টুথব্রাশ? না হলে বাড়তে পারে বিপদ

অ্যামাজন প্রাইম লাইট মেম্বারশিপ থাকার সুবিধা হল, সাধারণ ভাবে অ্যামাজনে কিছু কেনাকাটি করলে ১ থেকে ২ দিনের মধ্যে বাড়িতে সেই জিনিসপত্র চলে আসে। আর অসুবিধা হল, প্রাইমের মতো নির্দিষ্ট দিনে অথাবা যে দিন অর্ডার করলেন সে দিনই জিনিসপত্র হাতে পাওয়া যাবে না। প্রাইমের সুবিধা হল, অল্প মূল্যের জিনিস কিনলেও গ্রাহককে ডেলিভারি দিতে হয় না। অ্যামাজন প্রাইমে অ্যামাজন মিউজিক ও ভিডিয়োও দেখা যাবে বিনামূল্যে।

ইংরেজিতে ভালো নম্বরের জন্য Writing Skill Development-এ যথেষ্ট গুরুত্ব দিতে হবে

নাট্যকার গিরিশচন্দ্রের সন্ধানে, পর্ব-৩৮: সগৌরবে মিনার্ভা থিয়েটারে অভিনীত হয়েছিল গিরিশচন্দ্রের পঞ্চরং ‘বড়দিনের বখশিস’

এ বার অ্যামাজন ‘প্রাইম লাইট’-এও এই সুবিধা পাবেন গ্রাহকরা। তবে অসুবিধা হল একটি মেম্বারশিপে ২ জনের বেশি একসঙ্গে আলাদা ডিভাইস থেকে ভিডিয়ো, ওয়েব সিরিজ বা সিনেমা দেখতে পারেন না। যেখানে সাধারণ প্রাইম মেম্বারশিপে একসঙ্গে ৪ জন গ্রাহক আলাদা আলাদা ডিভাইস থেকে ভিডিয়ো দেখতে পারেন।

Skip to content