শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়।

বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় প্রয়াত। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অভিনেতার কন্যা পায়েল ভট্টাচার্য জানান, দমদমেরই কাছে কোনও একটি শ্মশানে অভিনেতার শেষকৃত্য করা হবে।
প্রদীপবাবু সেপ্টিসেমিয়ার মতো অসুখে ভুগছিলেন। কিছু দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক পরিস্থিতি অবনতি হলে রবিবার তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রক্তে বিষক্রিয়ার মাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বেড়ে গিয়েছিল। ফুসফুসে সংক্রমণও হয়েছিল। আবার তাঁর নিউমোনিয়াও ধরা পড়ে।
প্রদীপ মুখোপাধ্যায় পরিচালক নির্মল চক্রবর্তীর ‘দত্তা’ ছবির শ্যুটিংও শুরু করছিলেন। কিন্তু দিন দুয়েক শ্যুটিং করার পরই তিনি অসুস্থ বোধ করেন। প্রথমে নাগেরবাজারের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে দমদম ক্যান্টনমেন্টের মিউনিসিপ্যাল হাসপাতালের বেসরকারি বিভাগে তাঁকে স্থানান্তরিত করা হয়। অভিনেতা সেখানেই প্রয়াত হন।
রবিবার অভিনেতার স্ত্রী তপতী মুখোপাধ্যায় জানিয়েছিলেন, অবস্থা ভালো নয়। প্রদীপের এক ছেলে এবং মেয়ে। দুবাইয়ে তাঁরা থাকেন। মেয়ে পায়েল এখন কলকাতায় রয়েছেন। উল্লেখ্য, প্রদীপ মুখোপাধ্যায় সত্যজিৎ রায়ের ‘জন-অরণ্য’, ‘অশ্লীলতার দায়ে’, ‘সতী’, ‘পুরুষোত্তম’, ‘হিরের আংটি’-র মতো ছবিতে অভিনয় করেছেন।

Skip to content