সুমিত্রা সেন। সংগৃহীত।
বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন প্রয়াত। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি দীর্ঘ দিন বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন। শিল্পীর শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে গত ২১ ডিসেম্বর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় শিল্পীর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। চিকিৎসকদের কথায়, নিউমোনিয়ার জন্যই তাঁর শরীরে আনুষঙ্গিক জটিলতা দেখা দিয়েছিল।
সোমবার রাতেই শিল্পী সুমিত্রা সেনকে বাড়ি নিয়ে আসা হয়। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছিল, এখন শিল্পীর বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে। কিন্তু, বর্ষীয়ান এই শিল্পী মঙ্গলবার ভোর চারটে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন:
আপনার চুল কি খুব পাতলা হয়ে গিয়েছে? জেনে নিন পাতলা চুল ঘন দেখানোর সাত সহজ উপায়
সোনার বাংলার চিঠি ,পর্ব-৬: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও মিত্র বাহিনীর বাংলাদেশ ত্যাগ
শিল্পী সুমিত্রার দুই কন্যা। বড় কন্যা শিল্পী ইন্দ্রাণী সেন এবং কনিষ্ঠ কন্যা শ্রাবণী সেন দুজনই রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে ভীষণ জনপ্রিয়। সোমবার শ্রাবণী সেন জানিয়েছিলেন, ‘‘মায়ের শারীরিক অবস্থা এখনও প্রায় একই রকম। তিনি খুব একটা ভালো নেই। আমরা তবুও মাকে বাড়িতে নিয়ে এসেছি।’’ মঙ্গলবার ভোরবেলা শ্রাবণী ফেসবুকে লিখেছেন, ‘‘আজ মা ভোরে চলে গেলেন।’’ সুমিত্রা সেনের প্রয়াণে সঙ্গীত মহলে শোকের ছায়া।