শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


পুরো নাম ডেম আগাথা মেরি ক্লারিসা ক্রিস্টি, যিনি আগাথা ক্রিস্টি নামে জগৎবিখ্যাত একজন ইংরেজ লেখিকা। তাঁর ৬৬টি গোয়েন্দা উপন্যাস এবং ১৪টি ছোটগল্পের সংকলনের অনেকগুলির কেন্দ্রে থেকেছে কখনও কাল্পনিক গোয়েন্দাচরিত্র এরকুল পিয়েরো বা মিস মার্পেল। দ্য মাউসট্র্যাপ আগাথাক্রিস্টি’র একটি রহস্যনাটক। ৬ অক্টোবর ১৯৫২ সালে এই নাটকটির উদ্বোধন হয়েছিল লন্ডনের নটিংহামে থিয়েটার রয়্যালে। এরপর ২৫ নভেম্বর ১৯৫২ থেকে ওয়েস্ট এন্ডের অ্যাম্বাসেডরস থিয়েটারে একটানা চলে ২৩ মার্চ ১৯৭৪ পর্যন্ত এবং এরপর অ্যাম্বাসেডরস থিয়েটারের পাশেই সেন্ট মার্টিন থিয়েটারে ২৫ মার্চ ১৯৭৪ থেকে একটানা দৌড়।

আজও চলছে একনাগাড়ে ৭২ বছর। যখন কোভিডের জন্য পৃথিবীব্যাপী স্টেজ পারফরম্যান্স সাময়িকভাবে বন্ধ করতে হয়েছিল তখন দেড়বছর বন্ধ থাকার পর আবার ১৭ মে ২০২১ থেকে এ নাটক চলছে। সেই সেন্ট মার্টিন থিয়েটারে সম্প্রতি এই নাটকের ২৯৬৯৭-তম অভিনয় দেখার সুযোগ পেয়েছি। ২০২২ সাল পর্যন্ত নাটকটি লন্ডনেই ১ কোটি দর্শক দেখেছেন।
এটি একটি “খুনি কে?” ঘরানার টানটান রহস্যনাটক এবং এ নাটকের শেষে রয়েছে একটি অভাবনীয় এবং চমকপ্রদ পরিসমাপ্তি। দর্শকদের ঐতিহ্যগতভাবে থিয়েটার ছাড়ার পরে সেই চমক প্রকাশ না করতে অনুরোধ করা হয়। আটটি চরিত্রের এ নাটকে ১৯৫২ থেকে ২০১২ সাল পর্যন্ত এই ৬০ বছরে প্রায় ৪০০টিরও বেশি পরিবর্তিত অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন। মানে প্রতি দুবছরে কমবেশি ১৩ জন করে অভিনেতা-অভিনেত্রী বদল হলে পরের ১২ বছরে হয়তো আরও কমবেশি ৮০ জন অভিনেতা বদল হয়েছেন। স্বনামধন্য ব্রিটিশ অভিনেতা চিত্রনির্দেশক রিচার্ড অ্যাটেনবরো ডিটেকটিভ সার্জেন্ট ট্রটারের ভূমিকায় অভিনয় করতেন এবং তাঁর স্ত্রী সিলা সিম তখন অভিনয় করতেন মলি র‍্যালস্টনের ভূমিকায়।

রাজা পঞ্চম জর্জ-এর স্ত্রী কুইন মেরি’র জন্মদিনের উপহার হিসেবে আগাথা ক্রিস্টি নিজের একটি ছোটগল্প অবলম্বনে লিখেছিলেন ‘থ্রি ব্লাইন্ড মাইস’ নামে একটি রেডিওনাটক এখান থেকেই তিনি লিখেছেন পূর্ণাঙ্গ মঞ্চনাটক দ্য মাউস ট্র্যাপ। ৩০ মে ১৯৪৭ সে নাটক বৃটিশ রেডিয়োতে সম্প্রচারিত হয়। এই রেডিওনাটক পূর্ণাঙ্গ মঞ্চনাটকে রূপান্তর করার পরও লেখিকা আগাথা ক্রিস্টি এর নাম ‘থ্রি ব্লাইন্ড মাইস’ রেখেছিলেন। কিন্তু অন্য এক প্রযোজক এই নামে আর একটি মঞ্চনাটক করায় নাম বদলের প্রয়োজন হয়।
আরও পড়ুন:

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-১১: মনের মানুষ এল দ্বারে

শারদীয়ার গল্প: তখন বিকেল/৪

শোনা যায়, লেখিকার জামাতা অ্যান্থনি হিক্স এই প্রস্তাব করেন। শেক্সপিয়ার তাঁর হ্যামলেট নাটকে নায়কের বাবার খুনের দৃশ্য পুনরাভিনয়ের সেই বিশেষ নাটকের মধ্যে নাটকের নাম হ্যামলেটের মুখে ‘দ্য মার্ডার অফ গোঞ্জাগো’র বদলে কাকা ক্লডিয়াসকে চিহ্নিত করার জন্যে রূপকার্থে “দ্য মাউস ট্র্যাপ” বলিয়েছিলেন। দ্য মাউস ট্র্যাপ নাটকে ‘থ্রি ব্লাইন্ড মাইস’ এই শব্দবন্ধও বারবার ঘুরে ফিরে এসেছে। এই নাটকের আবহে মূলরেডিও নাটক ‘থ্রি ব্লাইন্ড মাইস’-এর টাইটেল সেই নার্সারিরাইম অনুপ্রাণিত সুর ব্যবহৃত হয়েছে।

১৯৬০ সালে আমাদের অন্যতম প্রিয় লেখক কবি চিত্রনাট্যকার পরিচালক প্রেমেন্দ্র মিত্রমাউস ট্র্যাপ ভিত্তি করে একটি চলচ্চিত্র পরিচালনা করেন। নাম চুপি চুপি আসে। অভিনয়ে ছিলেন ছবি বিশ্বাস জহর গঙ্গোপাধ্যায় তরুণ কুমার প্রমুখ। প্রথমজীবনে আগাথা ক্রিস্টি ছিলেন একজন ব্যর্থ লেখক। বাংবার তাঁর লেখা অনুপযুক্ত বলে বাতিল হয়েছে। ১৯২০ সালে প্রথম প্রকাশিত হলো গোয়েন্দা এরকুল পিয়েরোকে নিয়ে লেখা দ্য মিস্টেরিয়াস অ্যাফেয়ার অ্যাট স্টাইলস। তারপর একের পর এক সাফল্যের অধ্যায় টপকে গেলেন।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৮৪: অরাজকতার ফল ও একটি দুঃস্বপ্ন

পর্দার আড়ালে, পর্ব-৬২: সত্যজিৎ রায় রুপটান শিল্পীকে বলেছিলেন, উত্তমকুমারের কোনও মেকআপ করার

ক্রিস্টি নিজে ভাবতেও পারেননি মাউসট্র্যাপ নাটক এত দীর্ঘসময় ধরে চলবে। তার আত্মজীবনীতে তিনি জানিয়েছেন যে নাটকের মূল প্রযোজক পিটার সণ্ডার্স ১৪ মাসের জন্য নাটকটি চেয়েছিলেন কিন্তু ক্রিস্টি জানান মেরেকেটে ৭/৮ মাস চলবে এ নাটক – তার বেশি কিছুতেই নয়। কিন্তু সে নাটক আজও পূর্ণ প্রেক্ষাগৃহে চলছে।

টানটান উত্তেজনাময় মূহুর্তেভরা এ নাটকে প্রতিটি চরিত্রের অসাধারাণ অভিনয়, মঞ্চ নির্দেশনা ছাড়াও বিশেষভাবে বলতে হয় এ নাটকের পরিবেশ সৃষ্টির জাদু। বাইরের তুষারপাত ঝোড়ো আবহাওয়ার উল্লেখ শুধু ঝড়ের শব্দ বা অভিনেতা-অভিনেত্রীদের সংলাপেই নয়, মঞ্চে প্রবেশের সময় তাঁদের পোশাকে লেগে থাকা বরফকুঁচি বা নাটকের মাঝে প্রবল ঝোড়ো হাওয়ায় আচমকা খুলে যাওয়া জানলার পাল্লার এলোমেলোভাবে দুলতে থাকা জানলার বাইরে অন্ধকারে ক্রমাগত তুষারপাত দেখতে পাওয়া এ এক অনন্যসাধারণ অভিজ্ঞতা।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৭০: সুন্দরবনের পাখি: লাল কাঁক

এছাড়া উল্লেখযোগ্য হলো নাটকের চরিত্রলিপিতেসেই চরিত্রের নির্দিষ্ট শিক্ষানবিশি সহ-অভিনেতা-অভিনেত্রীদের নামোল্লেখ। আমাদের শ্যামবাজারের পেশাদার মঞ্চ যখন রমরম করে চলছে তখন কলকাতাতেও এই ব্রিটিশ পেশাদারিত্ব ছিল। তাঁদের ‘ক্যারেক্টারস এক্সট্রা’ বলা হোত। তাঁরা সামান্য কিছু পারিশ্রমিক পেতেন, প্রতি শো-তে উপস্থিত হতেন। নির্ধারিত শিল্পী নাটক শুরু করলে ফিরে যেতেন। মাউসট্র্যাপ নাটকে এই শিল্পীরা একই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট স্টেজ ম্যানেজার এবং ‘ক্যারেক্টারস আন্ডারস্টাডি’ মানে প্রতিটি শো-য়ের সর্বক্ষণের সঙ্গী হিসেবে নিয়োজিত। বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রের ক্ষেত্রে আন্ডারস্টাডি অভিনেতা-অভিনেত্রীর সংখ্যা একাধিক। কোন ক্ষেত্রে একই অভিনেতা-অভিনেত্রী আবার একাধিক চরিত্রের আন্ডারস্টাডি।

এ নাটকের নির্দেশনায় ফিলিপ ফ্রাঙ্কস, সৃষ্টিধর্মী নির্দেশনায় ডেনিশ সিলভে, পোশাক পরিকল্পনা জ্যানেট হাডসন হোল্ট, বর্তমান প্রযোজক অ্যাডম স্পিজেল (২০১৮ সাল থেকে), পূর্ববর্তী প্রযোজক স্যার স্টিফেন ওয়েলি কোহেন (২০১৮ পর্যন্ত) আদি প্রযোজক স্যার পিটার সন্ডারস (২০০৩ সাল পর্যন্ত)। মাউসট্র্যাপ নাটকের নাট্যকারের সন্ধানে সর্বমোট ন’টি চরিত্র আটটি মঞ্চে দৃশ্যমান এবং একটি অন্তরালে।
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব ৩২: কল্যাণ মাণিক্যের সনদে বাংলা গদ্য

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

● মলি র‍্যালস্টন: মঙ্কসওয়েল ম্যানরের স্বত্বাধিকারী এবং জাইলসের স্ত্রী। এই সময়ের অভিনেত্রী লুসি ডয়েল এবং চরিত্রের শিক্ষানবিশিজর্জ্জিনা ডানকান

● জাইলস রালসটন: মলির স্বামী যিনি তার স্ত্রীর সাথে মঙ্কসওয়েল ম্যানর চালান। এই সময়ের অভিনেতাড্যানিয়েল চেক ল্যুকাস এবং চরিত্রের শিক্ষানবিশি বেন রিডল

● ক্রিস্টোফার রেন: হোটেলে আসা প্রথম অতিথি, একজন ছটফটে যুবক যিনি খুব অদ্ভুতভাবে কাজকর্ম করেন। এই সময়ের অভিনেতালিন্টন অ্যাপেল্টন এবং চরিত্রের শিক্ষানবিশি স্যাম হলিস।

● মিসেস বয়েল: একটি খিটখিটে বয়স্ক মহিলা যিনি কোনও কিছুতেই সন্তুষ্ট হন না। এই সময়ের অভিনেত্রী জুলস মেল্ভিন এবং চরিত্রের শিক্ষানবিশি জর্জ্জি হৃশ।

● মেজর মেটকাফ: সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত, তাঁর সম্পর্কে খুব কমই জানা যায়। এই সময়ের অভিনেতা বেন অনুক্যে এবং চরিত্রের শিক্ষানবিশি ক্লাইভ মারলয়ে।

● মিস কেসওয়েল: অদ্ভুত এক বিচ্ছিন্নচরিত্র, পুরুষালি মহিলা যিনি তার শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্পর্কে অকপটে কথা বলেন।এই সময়ের অভিনেত্রী এলিজা রোয়ে এবং চরিত্রের শিক্ষানবিশি জর্জ্জিনা ডানকান।

● মি: প্যারাভিসিনি: এক সন্দেহজনক চরিত্র। তাঁর কথাবার্তা ইতালিও উচ্চারণে প্রভাবিত। এই সময়ের অভিনেতা লোরেঞ্জো মার্টেলি এবং চরিত্রের শিক্ষানবিশি ক্লাইভ মারলয়ে।

● গোয়েন্দা সার্জেন্ট ট্রটার: গোয়েন্দা। তিনি এসে পৌঁছন তুষার ঝড়ের মধ্যে এবং মালিক ও অতিথিদের জেরা করতে থাকেন। এই সময়ের অভিনেতাস্যাম স্টাফর্ড এবং চরিত্রের শিক্ষানবিশিস্যাম হলিসএবংবেন রিডল।

● রেডিও ঘোষক: এই ৭২ বছরে সমস্ত অভিনেতা-অভিনেত্রীর পরিবর্তন হলেও নাটকের প্রথমদিন থেকে রেকর্ডিয়ে এই চরিত্রের নেপথ্যশিল্পী জনপ্রিয় ব্রিটিশ চিত্রাভিনেতা ও বেতারশিল্পী ডেরেক গাইলারের কণ্ঠস্বর ১৯৯৯ সালে তাঁর মৃত্যুর পরেও আজও শোনা যায়। এই নাটক বিশ্বের পেশাদারী রঙ্গমঞ্চের হরপ্পা-মহেঞ্জোদারো বা মিশরের লাক্সরে তুতানখামেনের কবরের মতোই ঐতিহাসিক।
এ নাটক দেখে ফেরার পথে আরেক প্রাপ্তি। ওয়েস্ট এন্ড পাড়ায় কাছেই আরেক থিয়েটার হল ডিউক অফ ইয়র্ক। সেখানে চলছিল শেক্সপিয়ারের চিরকালীন প্রেমকাহিনী “রোমিও এন্ড জুলিয়েট” রোমিওর ভূমিকায় স্পাইডারম্যান হিসেবে বিশ্বখ্যাত ২৮ বছর বয়সী টম হল্যান্ড। রাস্তার এপারে ওপারে মোবাইল হাতে উৎসুক মানুষের ভিড় সামান্য কিছু পুলিশ ও বাউন্সারের মধ্যে নাটক শেষে স্বছন্দ পায়ে থিয়েটার হল থেকে হাত নাড়তে নাড়তে হেঁটে গিয়ে গাড়িতে বসলেন সেই হলিউড তারকা। টলিপাড়ার তারকা বাড়িতে গিয়ে দেখেছি বলিউডের তারকা দেখেছি এয়ারপোর্ট লাউঞ্জে। ঐতিহাসিক নাটক দেখে ফেরার পথে হলিউডতারকা দর্শন ঐতিহাসিক স্মৃতি হয়ে থাকল।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। উপন্যাস লেখার আগে জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১ম খণ্ড)’। এখন লিখছেন বসুন্ধরা এবং…এর ৩য় খণ্ড।

Skip to content