শনিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৫


তনুশ্রী ও সানি

রাইমা সেন, পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়দের পর তনুশ্রী চক্রবর্তী। তনুশ্রী বলিউডে জুটি বাঁধছেন তারকা অভিনেতা সানি দেওলের সঙ্গে। অভিনেত্রীকে এখানে সানির স্ত্রীর চরিত্রে দেখা যাবে। জোধপুর, উদয়পুরে শ্যুটিং চলছে জোরকদমে। যদিও টলিপাড়ায় গুঞ্জন ছবির শ্যুটিং প্রায় শেষ। তবে শুধু সানি নন, ছবিতে অ্যাকশন করতে দেখা জবে তনুশ্রীকেও।

Skip to content