রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


পর্দার মা অভিনেত্রী সুলোচনা লাতকর। ছবি : সংগৃহীত।

তাঁর ঝুলিতে রয়েছে ২৫০-রও বেশি হিন্দি ছবি। তাঁকে পর্দায় বার বার বার দেখা গিয়েছে দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, দেব আনন্দদের মায়ের চরিত্রে। বলিউডে অভিনেত্রী সফর বেশ লম্বা। অভিনেত্রী সুলোচনা লাতকর রবিবার ৯৪-তে বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মুম্বইয়ের দাদায়ে এক হাসপাতালে অভিনেত্রীর মৃত্যু হয়। পরিবর সূত্রে জানা গিয়েছে, বর্ষীয়ান এই অভিনেত্রীর বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে।
সুলোচনা লাতকরের জন্ম ১৯২৮ সালে। কিশোরী বয়সেই তাঁর অভিনয় জগতে প্রবেশ। মরাঠি ছবির নায়িকা এই ভাবেই তাঁর কেরিয়ার শুরু। তিনি প্রায় ৫০টি মরাঠি ছবিতে অভিনয় করেছেন। মরাঠি ছবিতে অভিনয়ের পাশাপাশি হিন্দি সিনেমার জগতে তিনি পা রাখেন। দর্শকরা সুলোচনাকে পর্দায় অমিতাভ বচ্চন, রাজেশ খন্না, দেব আনন্দ, দিলীপ কুমারদের মা হিসেবেই বেশি চেনেন।
আরও পড়ুন:

নয় বছরেই শেষ হয়েছিল দাম্পত্য, তবুও ডিম্পল কেন আইনি বিচ্ছেদের পথে হাঁটলেন না?

সঞ্জয় নেশা করেন, মানতেন না মা নার্গিস! যদিও অভিনেত্রী ছেলেকে সমকামী ভাবতেন

সুলোচনা এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর সবচেয়ে ভালো লাগতো দেব আনন্দ, সুনীল দত্ত এবং রাজেশ খান্নার মতো তারকার মায়ের চরিত্রে অভিনয় করতে। দেব আনন্দের ‘যব পেয়ার কিসি সে হোতা হ্যায়’ ‘পেয়ার মহব্বত’, ‘জনি মেরা নাম’ ছবিতে তাঁকে দেখা গিয়েছে। আবার রাজেশ খন্নার সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন ‘দিল দৌলত দুনিয়া’, ‘বাহারো কে স্বপ্নে’, ‘কাটি পতঙ্গ’, ‘মেরে জীবন সাথী’ ছবিতে।
আরও পড়ুন:

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-১: আমি ‘কেবলই’ স্বপন…

অজানার সন্ধানে, পাচার হয়েছিল টন টন সোনা ও দামি ধাতু! ৮৫ বছরের সেই ভূতুড়ে রেলস্টেশন এখন অভিজাত হোটেল

অভিনেত্রী সুলোচনার দেহ দর্শনের জন্য তাঁর বাড়ি প্রভাদেবী রেসিডেন্সে শায়িত থাকবে। শিবাজী পার্ক শশ্মানে সোমবার বিকেল ৫টা নাগাদ অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। সুলোচনাকে ১৯৯৯ সালে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছিল। তিনি মহারাষ্ট্র ভূষণ পুরস্কারও পান। অভিনেত্রীর প্রয়াণে হিন্দি সিনেমার জগতে শোকের ছায়া।

Skip to content