রবিবার ১০ নভেম্বর, ২০২৪


শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও দেবালয় ভট্টাচার্য

বাকি ছিল ওয়েব প্ল্যাটফর্ম। এই সিরিজ দিয়ে সেই ফাঁকটুকুও পূরণ করতে চলেছেন রাজ চক্রবর্তীর ‘পরিণীতা’। এই ছবিই ‘অভিনেত্রী’ শুভশ্রীকে প্রথম আবিষ্কার করেছিল। টলিউড যখন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে গুঞ্জনে মেতে উঠেছে তখন তিনি নিজেই জানালেন যে, পরশুদিন থেকে নাকি ‘ভাতের হোটেল’ খুলবেন!
বাস্তবে না হলেও পরিচালক দেবালয় ভট্টাচার্যের নতুন সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর শ্যুট শুরু হবে। সেখানেই তিনি রাঁধবেন, বাড়বেনও। নিজের হাতে সব করবেন। আর সব যাতে নিখুঁত দেখায়, তারই অভ্যাস করে চলছেন নিরান্তন।
ইতিমধ্যেই ‘ইন্দুবালা’ হয়ে উঠতে সোহিনী সেনগুপ্তের কাছে তিনি মহড়াও নিচ্ছেন। পর্দায় তাঁকে ১৬ থেকে ৭৫ বছর বয়স দেখানো হবে। ১৬ বছরের ইন্দু হবেন পারিজাত চৌধুরি। পর্দায় দুই সন্তানের বিধবা মার ভুমিকায় দেখা যাবে তাঁকে, জানিয়েছেন পরিচালক দেবালয়। এখানে পূর্ববঙ্গের মেয়ে তিনি পরে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে ওঠেন। সংসার, সন্তানপালনের জন্যই ভাতের হোটেল খুলতে হয় তাঁকে। শুভর সহকারী হিসাবে দেখা যাবে স্নেহা চট্টোপাধ্যায়কে। এ ছাড়াও থাকবেন সুহোত্র মুখোপাধ্যায়, ‘মন্দার’-এ কাহিনীকার প্রতীক দত্ত।
পরিচালকের কথায়, কল্লোল লাহিড়ীর জনপ্রিয় উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এই সিরিজের কেন্দ্রবিন্দু। আটটি পর্বের পরতে পরতে দেখা যাবে দুই বাংলার চালচিত্রকে। আর দেখতে পাওয়া যাবে প্রচুর ভিন্ন সবাদের রান্নাবান্না। সঙ্গে থাকছে ইন্দুর অতীত নানা স্মৃতি। সিরিজের বেশির ভাগই শ্যুট হবে কলকাতায়। কিছুটা অংশের জন্য যাওয়া হবে বাংলাদেশে।
১০ বছর পরে এসভিএফ প্রযোজনায় আবার দেখা যাবে ‘ঘরের মেয়ে’কে। স্বাভাবিকভাবে নায়িকা অত্যন্ত খুশি। শুভশ্রীর কথায়, এসভিএফের তিনটি ছবির নায়িকা আমি। অনেক দিন পরে ফের চেনা মানুষদের সঙ্গে জানা পরিবেশে কাজ করব ভেবে ভালো লাগছে।

Skip to content