শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


আজ ১০ ঘন্টার মহাপর্বে জমে উঠবে ‘সুপার সিঙ্গার সিজন ৩’-এর সুপার ফিনালে। একের পর এক মন মাতানো গানে দর্শকদের মুগ্ধ করবেন এই রিয়্যালিটি শো-এ অংশ নেওয়া প্রতিযোগিরা। আর বাংলার সেরা সঙ্গীত প্রতিভার মাথায় মুকুট তুলে দেওয়ার জন্য যখন বিনোদন জগতের সকলে একত্রিত হন, তখন ইতিহাস তৈরি হয়। আজ, রবিবার সেই ইতিহাসই গড়ে উঠবে স্টার জলসার পর্দায়। ৩২ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়ে ‘সুপার সিঙ্গার সিজন ৩’ -এর যাত্রা। প্রতিযোগীরা তাঁদের গানের মাধ্যমে দর্শক ও বিচারকদের মন্ত্রমুগ্ধ করেছে। একজন অ্যারেঞ্জার হিসাবে এই প্রতিযোগীদের মেন্টর এবং গাইড করেছেন শোভন গঙ্গোপাধ্যায়। এছাড়াও, একজন সিনিয় মেন্টর হিসাবে ছিলেন অয়ন বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সঙ্গে ছিলেন সুজয় ভৌমিক, রাজীব দাস, এবং দীপান্নিতা চৌধুরী। বিচারকে আসনে ছিলেন সনু নিগম, কুমার শানু, কৌশিকি চক্রবর্তী। ‘সুপার সিঙ্গার সিজন ৩’-এর এই যাত্রায় চূড়ান্ত প্রতিযোগীদের বেছে নিয়েছেন বিচারকরা। শ্রোতাবৃন্দ নিশ্চিত যে শীর্ষ ৭ জন অংশগ্রহণকারীদের পাওয়ার-প্যাকড পারফরম্যান্সের সঙ্গে মন্ত্রমুগ্ধ হবেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিচারকরা। ২০ মার্চ ঠিক দুপুর ১ টায় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে ‘সুপার সিঙ্গার সিজন ৩’-এর সুপার ফিনালের এই জমজমাট পর্ব। টানা ১০ ঘন্টা ধরে থাকবে নানা চমক।
বাংলা টেলিভিশনের ইতিহাসে প্রথমবার মতো, বলিউড ডিভা মাধুরী দীক্ষিতকে তার হৃদয়-ছোঁয়া অভিনয়ের মাধ্যমে সুচিত্রা সেনের প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে দেখা যাবে ‘সুপার সিঙ্গার সিজন ৩’-এর সুপার ফিনালের মঞ্চে। সুপার ফিনালেতে আসবেন সঙ্গীত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি। তাঁর গাওয়া বিখ্যাত গান ‘ধাই শাম রোকলাই’ শোনা যাবে শিল্পীর কণ্ঠে। বাংলার দুই সুপারস্টার, দেব এবং জিৎ-ও থাকবে একই মঞ্চে। মাধুরী দীক্ষিতের সঙ্গে নাচে তাদের পা মেলাতে দেখা যাবে এই সুপার ফিনালের বিশেষ পর্বে।
সঙ্গীত শিল্পী শান, কবিতা কৃষ্ণ মূর্তি, পলক মুঞ্চাল এবং ইলা অরুণের গানের পারফরম্যান্সের সাক্ষী থাকবে এই মঞ্চ। প্রতিবারের মতো এবারেও ‘সুপার সিঙ্গার সিজন ৩’-এর সুপার ফিনালের সঞ্চালনা করবেন যীশু সেনগুপ্ত।
‘সুপার সিঙ্গার সিজন ৩’-এর সাতজন ফাইনালিস্ট সুচিস্মিতা, মানসি, প্রনয়, কুমার গৌরব, সৌমি, দেয়াশিনী, শুভোজিৎ ‘সুপার সিঙ্গার সিজন ৩’-এর সেরার সঙ্গীত প্রতিভার মুকুটের জন্য ২০ মার্চ চূড়ান্ত সময়ের মুখোমুখি হবে। তাই এদিন দুপুর ১ টায় স্টার জলসায় পর্দায় চোখ রাখতে ভুলবেন না।

Skip to content