রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

আগামী শনিবার ও রবিবার স্টার জলসার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার সিজন ৩’-এর মঞ্চে ম্যাজিক হবে। আর এই রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীদের সেই ম্যাজিকাল গান শুনতেই ‘সুপার সিঙ্গার সিজন ৩’-এর মঞ্চে আসছেন সঙ্গীত শিল্পী মহালক্ষ্মী আইয়ার। বলিউডে প্লে ব্যাক সিঙ্গার হিসাবে বহু ছবিতে কাজ করেছেন তিনি। ‘সুপার সিঙ্গার সিজন ৩’-এর এই ম্যাজিক রাউন্ডে থাকবে নানা চমক। প্রতিযোগীরা প্রত্যেকেই গানের মাধ্যমে ম্যাজিক দেখাবেন বিচারকদের। আর তাতেই মুগ্ধ হবেন বিচারকরা। ঠিক কী হতে চলেছে ‘সুপার সিঙ্গার সিজন ৩’-র মঞ্চে? জানতে হলে আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি শনিবার ও রবিবার রাত সাড়ে ন’টায় চোখ রাখতে হবে স্টার জলসায়। ‘সুপার সিঙ্গার সিজন ৩’-এর এই ম্যাজিক্যাল রাউন্ডে বিচারক হিসাবে থাকবেন সোনু নিগম, মহালক্ষ্মী আইয়ার, অনু মালিক ও কৌশিকি চক্রবর্তী। শোয়ের সঞ্চালনার দায়িত্বে অভিনেতা যিশু সেনগুপ্ত।

Skip to content