বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

দমের খেলায় মাতবে এবার গানের মঞ্চ। স্টার জালসা সুপার সিঙ্গার সিজন ৩-এর মঞ্চে এবার প্রেমের সঙ্গে দমের পাল্লা। বাগদেবীর আরাধনায় মাতবেন অংশগ্রহণকারীদের পাশাপাশি বিচারক তথা কৌশিকি দেশিকান চক্রবর্তী, কুমার শানু এবং সোনু নিগমও। সঙ্গে যথাযথ সঙ্গত দেবেন যীশু সেনগুপ্ত। সামগ্রিকভাবে সুপার সিঙ্গার সিজন ৩-এর গোটা টিম আজ মাতবেন দেবী সরস্বতীর আরাধনায়, বসন্তের রঙীন আগমনবার্তায় মজবে গানের বৈঠক। আর সঙ্গে থাকছে দমের খেলায় গানের মেলা। খড়গপুরের শুভজিতের ‘ব্রেথলেস’-এর পারফরমরম্যান্সে ক্লিন বোল্ড হবেন জাজেসরা নাকি হুগলির সৌমী আসবে, দেখবে আর জয় করবে তার দমদার পারফরম্যান্স এর মাধ্যমে? এই শনি আর রবিবারের এপিসোডেই পাওয়া যাবে এইসব প্রশ্নের উত্তর।
সরস্বতী পুজোর আবহ দেবীর আরাধনা এবং সঙ্গে দমের খেলায় মঞ্চ মাতানোর জন্য প্রস্তুত প্রতিযোগীরা। তাদের উত্তেজনার পারদ ঠিক কতটা উচ্চ পর্যায়ে রয়েছে ইতিমধ্যেই তা খানিকটা বোঝা গিয়েছে সুপার সিঙ্গার সিজন ৩-এর শনিবার ও রবিবারের এপিসোডের প্রোমোতে। বাকি চমকটুকু দর্শকদের জন্য তোলা রইলো মূল এপিসোডেই। এবার কেবল দেখার পালা বাগদেবীর আরাধনায় কে মঞ্চ মাতানোর কোন পরিকল্পনা করে রেখেছেন আর দমের খেলাতেই বা কার পারফরম্যান্স হয়ে উঠতে পারে গানের মঞ্চে সেরা।

Skip to content