বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

ভারতের সব রাজ্যের রং এবার একত্রিত হবে স্টার জলসার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার সিজন ৩’-এর মঞ্চে।আগামী ২৯ জানুয়ারি শনিবার ও ৩০ জানুয়ারি রবিবার সারা ভারতের রং থাকবে এক মঞ্চে। গানে গানে আরও রঙিন হয়ে উঠবে অনুষ্ঠান। সারা দেশে নানা ধর্মের মানুষের বাস। আর সেইসব ধর্মই মিলবে এদিন সুপার সিঙ্গারের মঞ্চে। এই রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণকারীরা সুরে ছন্দে মঞ্চ মাতাবেন। অনুষ্ঠান সফল করতে সবরকম প্রস্তুতি নিচ্ছেন অংশগ্রহণকারীরা। কাশ্মীর থেকে কন্যাকুমারী কোনও কিছুই বাদ যাবে না। নানা গানে মেতে উঠবে দর্শককুল। শুধু অংশগ্রহণকারীরাই নন, মঞ্চ কাঁপাবেন রিয়্যালিটি শোয়ের বিচারক সঙ্গীতশিল্পী কুমার শানুও। তবে তিনি কী গান গাইবেন, দর্শক ও শ্রোতাসাধারণকে তিনি কী চমক দিতে চলেছেন, সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি শিল্পী। তবে জানা গিয়েছে, সুপার সিঙ্গারের মঞ্চে লোকসঙ্গীত গাইতে চলেছেন কুমার শানু। সারা ভারতের রঙে সুপার সিঙ্গারের মঞ্চ কীভাবে রঙিন হয়ে উঠবে, রিয়্যালিটি শো-য়ের অংশগ্রহণকারীরা কীভাবে তাঁদের সুরে মঞ্চ মাতাবেন? এই সবকিছুর উত্তর পাওয়া যাবে আগামী শনিবার ও রবিবার রাত সাড়ে ৯ টায় স্টার জলসার পর্দায়।

Skip to content