রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


সৃজলা গুহ, রাহুল মুখোপাধ্যায় ও শোলাঙ্কি রায়।

টলিপাড়ায় ১০ বছর কাটানোর পরে পরে এমন ব্যবহার আশা করেননি অভিনেত্রী শোলাঙ্কি রায়। সম্প্রতি একটি সিরিজের তাঁর অভিনয় করার কথা ছিল। কিন্তু সেটি করতে গিয়ে তিনি হেনস্থার মুখে পড়েছেন বলে অভিনেত্রীর বক্তব্য। ‘গাঁটছ়ড়া’ সিরিয়ালে শোলাঙ্কির খড়ি চরিত্রটি শেষ হওয়ার পর পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সিরিজের শুটিং শুরু করার কথা ছিল। সম্প্রতি শোনা যাচ্ছিল, শোলাঙ্কি নাকি রাহুলের ‘কেয়ার অফ চৌধুরী বাড়ি’তে আর থাকছেন না। পরিচালক নাকি শোলাঙ্কির জায়গায় অন্য অভিনেত্রীকেও বেছে নিয়েছেন।
শোলাঙ্কির কথায়, “একটানা এত বছর ধরে কাজ করছি। কিন্তু এরকম অভিজ্ঞতা আমার কখনও হয়নি। আমার সঙ্গে পারিশ্রমিকের বিষয়ে যা কথা বলা হয়েছিল, চুক্তিপত্রে তা বদলে গিয়েছিল। আরও খারাপ ব্যবহার পেয়েছি রাহুলদার কাছ থেকে। তিনি আমার সহকারীর সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন। ভবিষ্যতে ‘হইচই’ প্ল্যাটফর্মে কাজ করলেও পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করব না।”
আরও পড়ুন:

ছবি মুক্তি পাবে এক সপ্তাহ পরে, তার আগেই বিনামূল্য বিক্রি হল ‘আদিপুরুষ’-এর ১০ হাজার টিকিট

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৮: বুধন উধাও

শোলাঙ্কির বদলে সৃজলা গুহ অভিনয় করছেন। তাঁকে শেষ বার ‘মন ফাগুন’ সিরিয়ালে দেখা গিয়েছিল। সৃজলার এটিই প্রথম সিরিজ। সৃজলার কথায়, “আমি শোলাঙ্কির বিষয় নিয়ে কিছু জানি না। আমার প্রথম কাজটি মন দিয়ে করতে চাই।” এই সিরিজে সৃজলাকে দেখা যাবে অভিনেতা সত্যম ভট্টাচার্যের বিপরীতে। ছবির শুটিংও শুরু হয়েছে।

Skip to content