হিন্দি ছবি গুলমোহর-এর হাত ধরে দীর্ঘ ১১ বছর পর অভিনয় জগতে ফিরছেন শর্মিলা ঠাকুর। পরিচালনার দায়িত্বে থাকছেন রাহুল চিট্টেলা । এই ছবিতে শর্মিলা ঠাকুরের সঙ্গে অমল পালেকার এবং মনোজ বাজপেয়ীকেও দেখতে পাওয়া যাবে। ছবির শুটিং প্রায় শেষ। এখন কেবল দিন গোনা মুক্তির। আশা করা যাচ্ছে আগামী আগস্ট মাসেই দর্শকরা ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।
ছবিটির গল্প হল, গোটা বাত্রা পরিবার ৩৪ বছরের পুরনো বাড়ি ছেড়ে বেরিয়ে পড়বে। কিন্তু নতুন করে পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করে চলবেন। তার মধ্যে থেকেই বেরিয়ে আসবে অনেক গোপন তথ্য। গল্পটি খুব ভালো লেগেছে মনোজ বাজপেয়ীর। একই সঙ্গে শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করার সুযোগও ছাড়তে তিনি নারাজ। অন্যদিকে শর্মিলা ঠাকুরের কথায়, এটি একটি পারিবারিক গল্প এবং এমন সুন্দর করে এটি বলা হয়েছে যে তিনি আর এ প্রসঙ্গে অন্য কথা ভাবেননি। সকলে মিলে দর্শকরা খুব আনন্দ করে ছবিটি দেখতে পারবেন বলে তাঁর মত।
ছবিটির গল্প হল, গোটা বাত্রা পরিবার ৩৪ বছরের পুরনো বাড়ি ছেড়ে বেরিয়ে পড়বে। কিন্তু নতুন করে পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করে চলবেন। তার মধ্যে থেকেই বেরিয়ে আসবে অনেক গোপন তথ্য। গল্পটি খুব ভালো লেগেছে মনোজ বাজপেয়ীর। একই সঙ্গে শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করার সুযোগও ছাড়তে তিনি নারাজ। অন্যদিকে শর্মিলা ঠাকুরের কথায়, এটি একটি পারিবারিক গল্প এবং এমন সুন্দর করে এটি বলা হয়েছে যে তিনি আর এ প্রসঙ্গে অন্য কথা ভাবেননি। সকলে মিলে দর্শকরা খুব আনন্দ করে ছবিটি দেখতে পারবেন বলে তাঁর মত।