শনিবার ৯ নভেম্বর, ২০২৪


থ্রি ইডিয়টস। ছবি: সংগৃহীত।

নতুন রূপে ‘থ্রি ইডিয়টস’ ফিরছে? বলিমহলে তেমনই চর্চা শুরু হয়েছে। পরিচালক রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’ মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। এখনও ছবিটির সংলাপ লোকের মুখে মুখে শোনা যায়। আমির খান, শরমন জোশী এবং আর মাধবনের রসায়ন এখনও দর্শকদের মনে তাজা। আলাদা ভাবে নজরকাড়েন করিনা কাপুর, বোমান ইরানি, মোনা সিংহ প্রমুখ। এ বার শোনা যাচ্ছে, এই ছবির না কি সিক্যুয়েল আসতে চলেছে?
এ নিয়ে গত ফেব্রুয়ারি মাসে শরমন নতুন রূপে ‘থ্রি ইডিয়টস’ নিয়ে ইচ্ছাপ্রকাশ করেছিলেন। শরমন অভিনীত গুজরাতি ছবি ‘কনগ্র্যাচুলেশন’-এর প্রচারে দেখা গিয়েছিল আমি এবং আর মাধবনকে। আমির খান, শরমন জোশী এবং আর মাধবন ত্রয়ীকে একসঙ্গে দেখে দর্শকরা মনে করেছিলেন, তাহলে কি শীঘ্রই ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল আসতে চলেছে? এ বার সেই সম্ভাবনাকে উস্কে দিয়েছেন শরমন। অভিনেতা বলেন, রাজকুমার হিরানিও তাঁর সঙ্গে ছবির সিক্যুয়েল নিয়ে কথা বলেছেন।
আরও পড়ুন:

একের পর এক ছবি ব্যর্থ, অভিনয় থেকে দীর্ঘ বিরতি, আমির কি এ বার অন্য পেশা বেছে নিলেন?

পুরনো গাড়ি কেনার কথা ভাবছেন? কেনার আগে কী কী দেখে নিতেই হবে

সম্প্রতি শরমন ওয়েব সিরিজ ‘কফস’-এর প্রচারে তিনি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে মুখ খোলেন। তাঁর কথায়, “আবারও যদি আমার একসঙ্গে হই, তাহলে কী আনন্দ না হবে! রাজকুমার হিরানিও জানেন, এই ছবিকে দর্শক কতটা ভালোবাসেন। দর্শকদের পরিচালক হতাশ করতে চান না। এমনকি রাজু স্যর কিছু গল্প আমার সঙ্গে আলোচনাও করেছেন। কিন্তু পরে যখন তাঁর কাছে জানতে চেয়েছি গল্পের কী হল, তখন উনি বলেছেন, ওগুলো ঠিকঠাক হচ্ছে না।”
আরও পড়ুন:

দশভুজা: মাই নেম ইজ গওহর জান—ভারতীয় শাস্ত্রীয় সংগীতে অঘোষিত বিপ্লব এনেছিলেন এই শিল্পী

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-২৬: নারীবিদ্বেষ— অসুখ নাকি রাজনীতি

তবে শরমন বিধু বিনোদ চোপড়া প্রযোজিত ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে আশাবাদী। অভিনেতা জানান, ‘থ্রি ইডিয়টস’ ছবির সিক্যুয়েল তৈরি করতে উনি বেশ আগ্রহী। আমাদের কাজটি করতেও ভালো লাগবে, আবার দর্শকও দেখে মজা আনন্দ পাবেন।” এদিকে আমির আপাতত অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিয়েছেন। যদি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরিও হয়, তাতে আমির খানকে থাকবেন তো?

Skip to content