শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

প্রায় বছর দেড়েক আগে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তা নিয়ে চর্চা থামেনি। নিজেদের প্রেমজীবন নিয়ে যতটা প্রচারের আলোয় ছিলেন প্রাক্তন দক্ষিণী তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য, তার থেকেও অনেক বেশি গুঞ্জন চলছে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘিরে। বিচ্ছেদের পর নিজেকে আরও বেশি করে কাজে ব্যস্ত রেখেছেন সামান্থা। একের পর এক ছবি ও সিরিজ করে চলেছেন এই দক্ষিণী তারকা।
অন্য দিকে, নাগার জীবনেও এসেছেন নতুন এক নারী। ‘দ্য নাইট ম্যানেজার’ এর অভিনেত্রী অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তাঁর প্রেম নিয়ে এখন সর্বত্র কানাঘুষো শোনা যাচ্ছে। জনসমক্ষে নিজেদের সম্পর্কে সিলমোহর না দিলেও তাঁরা যে গত বছর থেকেই চুটিয়ে প্রেম করছেন, তা নিয়ে কারও আর সন্দেহ নেই। দিন কয়েক আগে সামান্থাকে গলায় মঙ্গলসূত্র পরে দেখা গিয়েছিল। এ বার সমাজমাধ্যমের পাতায় নিজের জীবনের ‘নতুন প্রেম’-এর সিলমোহর দিলেন অভিনেত্রী।
আরও পড়ুন:

মানুষ কি মৃত্যুর পরেও জীবনের ছবি দেখতে পায়? অদ্ভুত চমকপ্রদ তথ্য ধরা পড়ল ইইজি রেকর্ডিংয়ে

আপনার সঙ্গীর মধ্যে এই লক্ষণগুলি প্রবল? হতে পারে আপনি তাঁর প্রথম পছন্দ নন

মাস খানেক আগে মুক্তি পাওয়া ‘শকুন্তলম’ বক্স অফিসে মুখ থুবড়ে পরেছে। কিন্তু পেশাগত জীবনে প্রায় অপ্রতিরোধ্য সামান্থা। এখন বলিউড অভিনেতা বরুণ ধওয়ানের সঙ্গে কাজ করছেন স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে। পুরোদমে চলছে শুটিং। এই প্রথম এত বড় মাপের একটি অ্যাকশন ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছেন সামান্থা। শরীরে বিরল রোগ বাসা বাঁধা সত্ত্বেও মনের জোরে নিজেই সব অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন সামান্থা। শুটিং করতে করতেই অ্যাকশন করতে ভালোবেসে ফেলেছেন অভিনেত্রী। এ বার সমাজমাধ্যমের পাতায় সেই কথাই জানালেন তিনি। ‘সিটাডেল’-এর সেটের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সামান্থা লেখেন, ‘‘অ্যাকশনের সঙ্গে আমার প্রেম যাপন।’’ দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে যে নিজের কাজেই প্রেম খুঁজে নিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-১৫: যখন ‘ওরা থাকে ওধারে’

ভৌতিক উপন্যাস: মিস মোহিনীর মায়া, পর্ব-৩: এরকম ভুল হল কী করে? তবে কি আমাকে কিছুতে বশ করেছে?

২০২১ সালের অক্টোবর মাসে সমাজমাধ্যমে নিজেদের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ করেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তার দিন কয়েক পরেই ছিল যুগলের চতুর্থ বিবাহবার্ষিকী। কিন্তু অনুরাগীদের চমকে দিয়ে বিবাহবিচ্ছেদের মতো মন খারাপ করা খবর প্রকাশ করেন সামান্থা ও নাগা চৈতন্য। অথচ দীর্ঘ দিনের বন্ধুত্ব ও প্রেম করার পরে ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। বিয়ের আগে ছিলেন লিভ ইন সম্পর্কে। সব মিলিয়ে বলতে গেলে প্রায় এক দশকের তাঁদের সম্পর্ক। সেই সম্পর্ক ভেঙে যায় বিয়ের মাত্র ৪ বছরের মাথায়।

Skip to content