‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির একটি দৃশ্য ধর্মেন্দ্র ও শাবানা। ছবি: সংগৃহীত।
আলিয়া ভাট ও রণবীর সিংহ অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ মুক্তি পেয়েছে ২৮ জুলাই। এটি একটি পারিবারিক ছবি। রণবীর-আলিয়ার পাশাপাশি জয়া বচ্চন, শাবানা আজমি, ধর্মেন্দ্রের মতো তারকারাও ছবিতে রয়েছেন। তরুণ প্রজন্ম থেকে বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে। রকি (রণবীর) ও রানির (আলিয়া) দাদু-ঠাকুমার ভূমিকায় ধর্মেন্দ্র ও শাবানা আজমি নজর কেড়েছেন।
মাত্র একদিন হল ছবিটি মুক্তি পেয়েছে। এর মধ্যেই বক্স অফিসে ভালো সাড়া পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। যদিও ১০০ কোটিতে পৌঁছতে কত দিন সময় নেয়, এখন সেটাই দেখার বিষয়। এই ছবির একটি বিশেষ দৃশ্যে শাবানার ঠোঁটে ঠোঁট রেখেছেন ধর্মেন্দ্র। ছবির এই দৃশ্য দর্শকদের জন্য অবশ্যই একটা বড় চমক।
আরও পড়ুন:
অক্ষয় কুমারের ছবিতে সমকামিতা? তাতেই কি সেন্সর বোর্ডের এত আপত্তি! ‘ওএমজি ২’ ছবির ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে
৩০ পেরিয়েছেন? কী কী খাবার রোজদিন খেলে চেহারায় বয়সের ছাপ পড়বে না?
ছবিতে চুম্বন প্রসঙ্গে অভিনেতাও মুখ খুললেন। তাঁকে প্রথম বার ‘লাইফ ইন আ… মেট্রো’ ছবিতে চুম্বন করতে দেখা গিয়েছিল। সেই ছবিতে তিনি নাফিসা আলির ঠোঁটে ঠোঁট রেখেছিলেন। এ বার শাবানার ঠোঁট ছোঁয়ালেন বীরু। এই বয়সে ঘনিষ্ঠ দৃশ্যে ধর্মেন্দ্রকে দেখে অনেকেই মন্তব্য করেছেন। যদিও বীরুর জবাব, ভালোবাসার আবার কোনও বয়স হয় নাকি। ধর্মেন্দ্র কথায়, ‘‘বয়স যাই-ই হোক না কেন, মানুষ তাঁর ভালোবাসার মানুষের প্রতি এ ভাবেই অনুভূতি জানান। দৃশ্যটি শুট করার সময় আমি বা শাবানা কেউই অস্বস্তি অনুভব করিনি।’’
আরও পড়ুন:
অজানার সন্ধানে: এই ভূতুড়ে দ্বীপে তিনিই একমাত্র মহিলা, দিন কাটে দাগি অপরাধীদের সঙ্গে, ‘দ্বীপের রানি’র কেন এমন সিদ্ধান্ত?
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৭: বিপৎকালে দেখতে পাই, রাখাল ছাড়া বন্ধু নাই…
নাফিসা আলির সঙ্গে চুম্বনের প্রসঙ্গে ধর্মেন্দ্র বলেন, ‘‘নাফিসাকে শেষ বার যখন চুম্বন করছিলাম, দর্শক তা ভালো ভাবেই গ্রহণ করেছিলেন। যদিও সব সময়ই একটা চাপ থাকে, আগের বারের থেকে আরও ভালো করার।’’ এই বলে হাসতে থাকেন এই বর্ষীয়ান অভিনেতা।