শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


মৃত্যুর সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় কৌতুকশিল্পী ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। তিনি এখন দিল্লির এমসে চিকিৎসাধীন। রাজু গত বুধবার অর্থাৎ ১০ আগস্ট জিমে ট্রেডমিলে ছুটতে গিয়ে আচমকা পড়ে যান। জিমের প্রশিক্ষক তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তড়িঘড়ি তাঁর অ্যাঞ্জিয়োপ্ল্যাস্টি করা হয়। বুকে দুটো স্টেন্টও বসান হয়।
কিন্তু এখনও তাঁর শারীরিক পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। এর আগে রাজুর এমআরআই-এর রিপোর্ট হাতে আসার পর জানা গিয়েছিল তাঁর মস্তিষ্কের স্নায়ুর বেশ ক্ষতি হয়ে গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছিলেন, রাজুর জন্য আগামী ১০ দিন অতন্ত্য গুরুত্বপূর্ণ। কারণ এই আশঙ্কাজনক পরিস্থিতি কাটিয়ে উঠতে তাঁর অন্তত ১০ দিন সময় লাগবে।
এক সপ্তাহের বেশি সময় তিনি ভেন্টিলেশনেই রয়েছেন। বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রাজুর শারীরিক পরিস্থিতি সংকটজনক। গত কয়েক ঘণ্টায় তাঁর স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। মনে করা হচ্ছে এই কৌতুকশিল্পীর মস্তিষ্ক আর কাজ করছে না। ক্রমশ তাঁর শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা বাড়ছে।
রাজুর এক ঘনিষ্ঠ বন্ধু সুনীল পাল সবাইকে রাজুর জন্য প্রার্থনার আবেদন করেছেন। সঙ্গীতশিল্পী কৈলাস খেরের আয়োজনে ২১ জন সন্ন্যাসী মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছেন। রাজুর অনুরাগীরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শিল্পীর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বলে জানা গিয়েছেন।
উল্লেখ্য, ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর উত্তরপ্রদেশের কানপুরে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম রাজুর। ভালো নাম সত্যপ্রকাশ শ্রীবাস্তব। বলিউডের ছবিতে অভিনয়ের মাধ্যমেই তাঁর কেরিয়ারের শুরু। ‘ম্যায়নে প্যার কিয়া’, ‘তেজাব’, ‘বাজিগর, ‘বোম্বে টু গোয়া’-সহ একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। কৌতুকশিল্পী হিসেবে তিনি বেশ জনপ্রিয়। রাজু ট্যালেন্ট শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এ রানারআপ হয়েছিলেন। এখানেই শেষ নয়, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ- চ্যাম্পিয়নস’ প্রতিযোগিতা জিতে রাজু শ্রীবাস্তব ‘দ্য কিং অফ দ্য কমেডি’ও হন।

Skip to content