শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


রাজু শ্রীবাস্তব

অবশেষে ভালো খবর। জ্ঞান ফিরেছে কৌতুকশিল্পী, অভিনেতা রাজু শ্রীবাস্তবের। দিল্লির এমস হাসপাতালে ১৪ দিন কোমায় থাকার পর তিনি চোখ খুলেছেন। এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি অনেকটা ভালো আছেন। রাজু টানা এত দিন ভেন্টিলেশনে থাকার পর বৃহস্পতিবার সকালে তাঁকে অন্যত্র সরানো হয়েছে। রাজু শ্রীবাস্তবের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত গর্বিত নরং জানিয়েছেন, ধীরে ধীরে রাজুর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।
রাজু গত ১০ অগস্ট জিমে ট্রেডমিলে ছুটতে গিয়ে আচমকা পড়ে যান। জিমের প্রশিক্ষক তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তড়িঘড়ি তাঁর অ্যাঞ্জিয়োপ্ল্যাস্টি করা হয়। বুকে দুটো স্টেন্টও বসান হয়েছে। তার পর থেকেই আর রাজুর জ্ঞান ফেরেনি। রাজুর সহকারী মকবুল জানিয়েছেন, সঙ্কটময় পরিস্থিতি কাটিয়ে উঠে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রাজুর ১৫ দিন পরে জ্ঞান ফিরেছে। ধীরে ধীরে তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।
উল্লেখ্য, ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর উত্তরপ্রদেশের কানপুরে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম রাজুর। ভালো নাম সত্যপ্রকাশ শ্রীবাস্তব। বলিউডের ছবিতে অভিনয়ের মাধ্যমেই তাঁর কেরিয়ারের শুরু। ‘ম্যায়নে প্যার কিয়া’, ‘তেজাব’, ‘বাজিগর, ‘বোম্বে টু গোয়া’-সহ একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন।
কৌতুকশিল্পী হিসেবে তিনি বেশ জনপ্রিয়। রাজু ট্যালেন্ট শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এ রানারআপ হয়েছিলেন। এখানেই শেষ নয়, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ- চ্যাম্পিয়নস’ প্রতিযোগিতা জিতে রাজু শ্রীবাস্তব ‘দ্য কিং অফ দ্য কমেডি’ও হন।

Skip to content