বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


রাজেশ-ডিম্পল প্রেম করে বিয়ে করেন।

সত্তর ও আশির দশকে বলিউডের অন্যতম মহাতারকার ছিলেন নায়ক রাজেশ খান্না। সে সময় তিনি বলিউডে একচেটিয়া ভাবে কাজ করেছেন। প্রয়াত সুপারস্টারের অনুরাগীদের মধ্যে মহিলাদের সংখ্যাই ছিল বেশি। তাঁদের মন ভেঙে ১৯৭৩ সালে, রাজেশ যখন ষোড়শী ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করেন। ওই বছরই আবার ‘ববি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ডিম্পলের।
রাজেশ-ডিম্পল প্রেম করে বিয়ে করেন। তবে হিন্দি ছবির প্রথম সুপারস্টার রাজেশ সঙ্গে ডিম্পলের বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র নয় বছরের মাথায় তাঁদের দাম্পত্য জীবন শেষ হয়েছিল। যদিও বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও ডিম্পল ও রাজেশ আইনি পথে হাঁটেননি। সম্প্রতি একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিয়োতে প্রয়াত মহাতারকা ডিম্পলের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে খলামেলা কথা বলেছেন।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: হ্যালো বাবু!, পর্ব-৩০: তাহলে ট্রেন টিকিটের সেই এম-২৫ কে?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৯: ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—ওড়া, কেওড়া, চাক কেওড়া ও কৃপাল

এক সাংবাদিক রাজেশকে ডিম্পলের সঙ্গে মিটমাট করার কথা বলে প্রশ্ন করেন। উত্তরে সুপারস্টার বলেন, ‘‘আবার কথাবার্তার কী আছে? আগে আমরা আলাদা ছিলাম? তবে এটা ঠিক আমরা আলাদা আলাদা থাকি। কারণ এখনও ডিম্পল আমাকে ডিভোর্স দেয়নি।’’ প্রয়াত মহাতারকার আরও সংযোজন, ‘‘ডিম্পল তো আমাকে ডিভোর্স দিতেই চায় না। এ কারণ একমাত্র ওই জানে।’’ পর্দার আনন্দ এও বলেন, ‘‘আমি এইটুকুই বলতে পারি, ও আমাকে ডিভোর্স দেয়নি। এটা ওর ইচ্ছার ব্যাপার। আসল বিষয় তো মনের।’’
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’

মহাকাব্যের কথকতা, পর্ব-৬৩: মহাভারতে উল্লিখিত মিথ্যাশ্রয়ের প্রাসঙ্গিকতা কী আজও আছে?

রাজেশ এবং ডিম্পলের দুই মেয়ে। টুইঙ্কল খন্না ও রিঙ্কি খন্না। রাজেশের সঙ্গে বিচ্ছেদের পর ডিম্পলের সঙ্গে সানি দেওলের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও এই সম্পর্ক নিয়ে ডিম্পল এবং সানি কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। চলতি বছরে ‘পাঠান’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে ডিম্পলকে দেখা গিয়েছে। তাঁর অভিনয়ও দর্শকদের নজর কেড়েছে। সম্প্রতি, তাঁকে ‘সাস বহু অউর ফ্ল্যামিংগো’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছে।

Skip to content