শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


‘ইস্ট কলকাতা কালচারাল অর্গানাইজেশন’ গত ২৫ মে শনিবার সন্ধ্যায় শ্রীভূমির মানিক্য মঞ্চে রবীন্দ্রনাথ ও নজরুলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল। উদ্বোধনী সংগীতে ছিল রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি। পরিচালনায় ছিলেন চুমকি সুলতা মুখোপাধ্যায়।
বাংলা ছবিতে প্রথম রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ নিয়ে সুচিন্তিত বক্তব্য রাখেন জনপ্রিয় চলচ্চিত্রাভিনেতা ও অধ্যাপক ড. শঙ্কর ঘোষ। শোনালেন ‘মুক্তি’ ছবি থেকে গানও। ‘রবীন্দ্রনাথ ও কাদম্বরী’ শিরোনামে এক অনবদ্য গীতি আলেখ্য পরিবেশিত হল। ভাবনা সূত্র অপর্ণা ঘোষ বিশ্বাসের।
আরও পড়ুন:

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩২: কে বলে ঈশ্বর গুপ্ত?

মুভি রিভিউ: সত্যঘটনা অবলম্বনে ভায়োলেন্ট ওয়েব সিরিজ ‘ভাউকাল’ ভালো লাগবে

সাংস্কৃতিক সন্ধ্যায় নৃত্যে ছিলেন শান্তা নন্দী, আবৃত্তিতে মধুমিতা মোদক ও লোপামুদ্রা সরকার, গানে অপর্ণা ঘোষ বিশ্বাস। নজরুলের ছোটগল্প ‘ঘুমের ঘোরে’ অবলম্বনে শ্রুতি নাটকে অংশ নিলেন দীপায়ন সাহা, গোপা গঙ্গোপাধ্যায়, রঞ্জিতা মুখোপাধ্যায় ও অভিজিৎ চক্রবর্তী। ‘রবীন্দ্রনাথ ও কাদম্বরী’ গীতি আলেখ্য এবং ‘ঘুমের ঘোরে’ শ্রুতি নাটক পরিচালনায় কৃতিত্বের পরিচয় দিয়েছেন ধনঞ্জয় আঢ্য। মধুমিতা মোদকের সঞ্চালনাও ছিল সুন্দর।

Skip to content