রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিইয়েছেন দক্ষিণী ছবির নায়িকা নয়নতারা!

এখন দক্ষিণী ছবির তিনি নম্বর অভিনেত্রী। নাম নয়নতারা। ২০২২ সালে তিনি জীবনের এক গুরুত্বপূর্ণ ধাপ পার করেছেন। নয়নতারা পরিচালক বিঘ্নেশের সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন। ২০২২ সালের জুন মাসে তাঁদের বিয়ে হয়। সে বছরই অক্টোবর মাসে তাঁরা সারোগেসির মাধ্যমে যমজ পুত্রের অভিভাবক হন।
এ বার নতুন বছরে ফের চমক। নয়নতারাকে ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন অ্যাটলি। তাঁর এই ছবির হাত ধরেই দক্ষিণী তারকার বলিউডে অভিষেক ঘটতে চলেছে। কিন্তু তাঁর আগেই অভিনেত্রী অবসর ঘোষণা করলেন!
আরও পড়ুন:

‘হেরা ফেরি ৩’-এর পরে আবার সুখবর! ‘ওয়েলকাম’ ছবিতে একসঙ্গে অক্ষয়-সঞ্জয়-আরশাদ?

সইফ পুত্র ইব্রাহিমের প্রথম ছবির শুটিং শীঘ্রই, কোথায়, কবে থেকে?

গত বছরে অভিনেত্রীর জীবনে এসেছে যমজ পুত্রসন্তান উইর এবং উলাগম। তার পরই নাকি নয়নতারা জীবনে বদল এসেছে। এখন উইর এবং উলাগমই অভিনেত্রীর ধ্যানজ্ঞান। দুই ছেলের জন্যই নাকি তিনি অভিনয় জীবনকে বিদায় জানানোর পরিকল্পনা নিয়েছেন।
আরও পড়ুন:

মধ্যপ্রদেশ বা ছত্তিশগড় নয়, আমাদের এই বাংলাতেই রয়েছেন ডোকরা শিল্পীরা

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৩৪: বাংলার শুঁটকি মাছের চাহিদা সর্বত্র, এখনকার বিশেষভাবে প্রস্তুত শুঁটকি অনেক বেশি নিরাপদ ও পুষ্টিগুণে ভরা

সূত্রের খবর, বিঘ্নেশের প্রযোজনা সংস্থার নাম ‘বিঘ্নেশ’। নয়নতারা এখন তাঁদের প্রযোজনা সংস্থা ‘বিঘ্নেশ’-এ বাড়তি মনোযোগ দিতে চান। যদিও এ নিয়ে এখনও কিছুই জানাননি অভিনেত্রী। উল্লেখ্য, দক্ষিণী ছবির এই এক নম্বর অভিনেত্রী নয়নতারাকে শেষ বার অশ্বিন সারভানন পরিচালিত ‘কানেক্ট’ ছবিতে দেখা গিয়েছিল।

Skip to content