দেশাত্মবোধক গল্পের মোড়কে আসছে ‘মুক্তি’। পরাধীন ভারতে মেদিনীপুরের জেলে বন্দি একদল স্বাধীনতা সংগ্রামী। আর তাঁদের লক্ষ্য ফুটবল খেলায় ইংরেজদের পরাজয় করা। ইংরেজদের শোষণের হাত থেকে দেশকে মুক্ত করার পথে যা আরও একধাপ এগিয়ে দেয় বিপ্লবীদের। এমনই এক মুক্তির গল্পই ওয়েব দর্শকের দরবারে নিয়ে আসছেন পরিচালক রোহন ঘোষ। আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে জি ফাইভে প্রকাশ পাবে নতুন বাংলা ওয়েব সিরিজ ‘মুক্তি’। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, অর্জুন চক্রবর্তী, চিত্রাঙ্গদা, চান্দ্রেয়ী ঘোষ, সুদীপ সরকার-সহ আরও অনেকে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ওয়েব সিরিজের ট্রেলার। আর তাতেই দেখা যাচ্ছে, গল্পটা ১৯৩১ সালের। মেদিনীপুর জেলের বন্দিরা কীভাবে ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল, মূলত সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে এই ওয়েব সিরিজে। জি ফাইভ প্ল্যাটফর্মে আসন্ন এই নতুন ওয়েব সিরিজ ‘মুক্তি’-তে জেলার রামকিঙ্কর চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। রামকিঙ্করের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায়। মেদিনীপুর জেলের দুই বন্দির চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী ও সুদীপ সরকার।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ওয়েব সিরিজের ট্রেলার। আর তাতেই দেখা যাচ্ছে, গল্পটা ১৯৩১ সালের। মেদিনীপুর জেলের বন্দিরা কীভাবে ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল, মূলত সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে এই ওয়েব সিরিজে। জি ফাইভ প্ল্যাটফর্মে আসন্ন এই নতুন ওয়েব সিরিজ ‘মুক্তি’-তে জেলার রামকিঙ্কর চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। রামকিঙ্করের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায়। মেদিনীপুর জেলের দুই বন্দির চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী ও সুদীপ সরকার।
এই ওয়েব সিরিজ প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় জানান, ঋত্বিক চক্রবর্তী তাঁর পছন্দের একজন অভিনেতা। এই প্রথমবার তাঁর সঙ্গে অভিনয় করতে পেরে খুবই খুশি। এই সিরিজে খুব মজা করেই কাজ করেছেন তিনি। অন্যদিকে অভিনেতা অর্জুন চক্রবর্তী জানান, সেইসময়ে বিপ্লবীদের স্বাধীনতা সংগ্রামের কাহিনির পাশাপাশি ব্যক্তিগত মূল্যবোধের কথাও তুলে ধরা হবে এই সিরিজে। পরাধীন ভারতে ইংরেজদের অত্যাচার, স্বাধীনতা সংগ্রামের লড়াই ও ব্যক্তিগত মূল্যবোধের কথা নিয়ে সাধারণতন্ত্র দিবস থেকে জি ফাইভ প্ল্যাটফর্মে সিরিজটি দেখতে পাবেন ওয়েব দুনিয়ার দর্শককুল।