শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ভ্যালেন্টাইনস ডে-র মহাধামাকা নিয়ে আসতে চলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’। ধারাবাহিকে ঘটনাচক্রে ঋষি-র সঙ্গে পিহু-র বিয়ে হয়। কিন্তু দু’জনেই ছোটবেলার ভালোবাসাকে এখনও খুঁজে চলেছে। এভাবেই বেশ কিছুদিন কেটে যাওয়ার পর হারিয়ে যাওয়া ভালোবাসাকে ফিরে পায় প্রিয়দর্শিনী (পিহু)। সে জানতে পারে, ঋষিই তাঁর হারিয়ে যাওয়া সেই ভালোবাসার মানুষ। ঋষিকে নিজের মনের কথা বলতেও যায় পিহু। তখনই পিহু আর ঋষির মধ্যে বাধা হয়ে দাঁড়ায় প্রিয়াঙ্কা। ঋষিকে বিয়ে করতে চায় প্রিয়াঙ্কা। কিন্তু পিহু সেটা কিছুতেই হতে দেবে না। তাই প্রিয়াঙ্কার সমস্ত পরিকল্পনা একে একে ভেস্তে দেয় পিহু। সামনেই ভ্যালেন্টাইন্স ডে। আর এই ভালোবাসার দিনেই প্রিয়াঙ্কা চায় ঋষির সঙ্গে এনগেজমেন্ট করতে। এদিকে, ঋষি-পিহুর পরিবারে প্রেমদিবস উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ঋষি ও পিহুর পরিবারের সঙ্গে প্রেমদিবস মাতাতে আসছেন লগ্নজিতা, দেবলীনা, অঙ্কুশ। সঙ্গে থাকছেন সহচরী এবং বরফিও। কিন্তু পিহু কি পারবে প্রিয়াঙ্কাকে নিজেদের জীবন থেকে সরিয়ে ঋষিকে তাঁর মনের কথা বলতে? এর উত্তর পাওয়া যাবে আগামী ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টায়, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’-এর একঘন্টার মহাপর্বে।

Skip to content