রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

মহারাষ্ট্রে হদিস মিলল করোনা ভাইরাসের ওমিক্রন রূপের আরও দুটি নতুন রূপ। এদের নাম দেওয়া হয়েছে বি.এ. ৪ এবং বি.এ. ৫। বি.এ. ৪ এবং বি.এ. ৫ ভাইরাসে যথাক্রমে ৪ জন এবং ৩ জন অসুস্থ হয়েছেন বলে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। আক্রান্তদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন মহিলা রয়েছেন। একজনের বয়েস ৯ বছর, ২ জনের বয়েস ২০-৪০ বছর এবং ৪ জনের বয়েস ৫০ বছরের ওপরে। প্রসঙ্গত উল্লেখ্য, এঁদের মধ্যে একজন বুস্টার এবং ৬ জন কোভিড ভ্যাকসিনের দুটি করে টিকার ডোজ নিয়েছেন। আক্রন্ত ৭ জনের অল্প উপসর্গ রয়েছে। বাড়িতে নিভৃতবাসে রয়েছেন প্রত্যেকে বলে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

Skip to content