বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


ম্যাডোনা। ছবি: সংগৃহীত।

আচমকা খবর পাওয়া যায় গুরুতর অসুস্থ পপ তারকা ম্যাডোনা। পপ কুইন জীবাণু সংক্রমণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় দ্রুত নিউ ইয়র্ক সিটি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তাঁর অবস্থা খুবই গুরুতর ছিল। তাঁকে আইসিইউ রাখতে হয়েছিল। ম্যাডোনার ম্যানেজার গাই ওজারি সমাজমাধ্যমের পাতায় ম্যাডোনার স্বাস্থ্যের খবর জানান। গাই ওজারি এও বলেন, আচমকা অসুস্থতার জন্য বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনার সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গায়িকা সুস্থ হলেই ট্যুরের নতুন তারিখ ও টিকিট সংক্রান্ত তথ্য জানানো হবে।
প্রাথমিক চিকিৎসার পরে তারকাকে ছেড়ে দেওয়া হয়। তবে বাড়ি ফিরেও তিনি ততটা সুস্থ হয়ে ওঠেনি। কিছুতেই তাঁর বমি কমছিল না। যখন তখন নাকি তিনি সংজ্ঞাও হারাচ্ছেন বলে খবর। মাঝে মধ্যেই নাকি পপ তারকার স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলে জানা যায়।

তবে অন্দরের খবর হল, ম্যাডোনা তরুণ তারকাদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে মাত্রাতিরিক্ত অত্যাচার করেছেন নিজের শরীরের উপর। এখন ওয়ার্ল্ড ট্যুরে টেলর সুইফট, পিঙ্কের মতো কমবয়সিরা মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছেন। তাঁদের টেক্কা দিতেই নাকি সব রকম প্রস্তুতি নিচ্ছিলেন ৬৪-র ম্যাডোনা। যদিও সেই পরিশ্রম তাঁর শরীর নিতে পারেনি। উল্টে বেড়েছে বিপদ।
আরও পড়ুন:

‘দিওয়ার’-এ অমিতাভ নন, বিজয় চরিত্রে কাকে চেয়েছিলেন প্রযোজকেরা, শেষমেশ কী হয়েছিল?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৩: সুন্দরবনে মানুষের আদি বসতি

জুলাই মাস থেকেই ম্যাডোনার ‘ওয়ার্ল্ড ট্যুর’-এ বেরনোর কথা। আমেরিকা এবং ব্রিটেন হয়ে আমস্টারডামে শেষ হওয়ার কথা পপ তারকার ‘সেলিব্রেশন ট্যুর’। সেই মতো প্রস্তুতিও শুরু করেছিলেন তিনি। সমাজমাধ্যমের পাতায় এ নিয়ে অনেক পোস্ট করেছিলেন গায়িকা।
আরও পড়ুন:

ষাট পেরিয়ে: পর্ব-২৫: মা-বাবার বয়স বাড়ছে, এই সময় পড়ে গেলে বড় বিপদ ঘটতে পারে, সুরক্ষার প্রয়োজনে মানতে হবে কিছু নিয়ম/১

রাজ্যে পঞ্চায়েত ভোটে দফা বৃদ্ধি করা জরুরি?

খালি পায়ে না কি জুতো পরে, কী ভাবে শরীরচর্চা করলে মিলবে বেশি উপকার?

তবে এখনই তিনি মঞ্চে ফেরতে পারবে না। কারণ গায়িকার সুস্থ হতে আরও সময় লাগবে। আপাতত এখন নিউ ইয়র্কের বিলাসবহুল বাড়িই তিনি রয়েছেন। তাঁকে সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ম্যাডোনার ম্যানেজার গাই ওজারি ছাড়াও গায়িকার দেখভাল করেছেন তাঁর মেয়ে লর্ডস লিওন, দুই ছেলে রকো রিচি ও ডেভিড ব্যান্ডা।

Skip to content