বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


তরুণ মজুমদার

পরিচালক তরুণ মজুমদারের শেষ ইচ্ছে মতো তাঁর দেহ এসএসকেএম হাসপাতালে গবেষণার জন্য দান করা হবে। তিনি দেহদানকারী সংস্থার সঙ্গে এ বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। সেই চুক্তিপত্রে সই না থাকলেও তাঁর পরিবারের সদস্যরা পরিচালকের দেহ দানে সম্মতি দিয়েছেন।
সোমবার দুপুর নাগাদ পরিচালকের দেহ এনটি ওয়ান স্টুডিওয় নিয়ে যাওয়া যাওয়া হবে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য। শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান শেষে সেখান থেকেই তরুণ মজুমদারের নশ্বর দেহ আবার নিয়ে যাওয়া হবে হাসপাতালে। তরুণ মজুমদারের দেহ গ্রহণের জন্য প্রস্তুত এসএসকেএম-ও।
এ প্রসঙ্গে দেহদান সংস্থা গণদর্পণ জানিয়েছে, পরিচালক দেহদানের অঙ্গীকার করেছিলেন তাঁদের কাছে। পরিবারও সেই অঙ্গীকার মেনে নিয়েছে। দেহদানে পরিবারের সম্মতি দানের প্রক্রিয়া দুপুরেই মিটে গিয়েছে। দেহদানের ইচ্ছাপত্রে স্বাক্ষর করেছেন পরিচালকের বোন।
বরাবর বামপন্থী মনোভাবাপন্ন পরিচালক মৃত্যুর পর সরকারি সম্মান জ্ঞাপন বা অনুষ্ঠানের অংশ হতে চাননি বলে জানিয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। এমনকি, তাঁর মরদেহে ফুল-মালা দিয়ে শ্রদ্ধা জানানোরও বিরোধী ছিলেন তিনি। তাই তরুণ মজুমদারের শেষ ইচ্ছে অনুযায়ী সরকারের পক্ষ থেকে গান স্যালুটে অভিবাদন জানানোও হবে না। পাশাপাশি শতরূপ অনুরাগীদের অনুরোধ করেছেন, তাঁরা যেন ফুল-মালা ছাড়াই দূর থেকে পরিচালককে শ্রদ্ধা জানান।

Skip to content