শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


এক রহস্যময় রোমাঞ্চকর গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক ‘লালকুঠি’। ইতিমধ্যেই এই ধারাবাহিকের রোমাঞ্চকর প্রোমো দেখে দর্শকের আগ্রহ দ্বিগুণ বেড়ে গিয়েছে। এই ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র বিক্রমের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রাহুল বন্দ্যোপাধ্যায় এবং অনামিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রুকমা রায়-কে। এর আগে ‘দেশের মাটি’ ধারাবাহিকে রাহুল এবং রুকমা অভিনীত রাজা এবং মাম্পির জুটি দর্শকের অনেক প্রিয় হয়ে উঠেছিল। সেই থেকে দর্শক আবারও এই জুটিকে চায়। দর্শকের সেই ইচ্ছা পূরণ হবে ‘লালকুঠি’র মাধ্যমে। এই ধারাবাহিকেও আবার সেই জনপ্রিয় জুটিকে দেখতে পাবেন দর্শককূল।
‘লালকুঠি’। নামটা শুনলেই মনে হয় রহস্যময়তায় ভরা। সেইরকমই একটা রেমাঞ্চকর গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন ধারাবাহিক ‘লালকুঠি’। এই গল্পে অনামিকা এক বিজনেস টাইকুনের মেয়ে। সে বিদেশ থেকে জুয়েলারি ডিজাইনের কোর্স করে দেশে ফিরেছে। অনামিকার পরিবারের অনেক বড় ব্যবসা। এদিকে বিক্রমও সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের ছেলে। একদিন গঙ্গার ঘাটে দেখা হয় গল্পের নায়ক বিক্রমের সঙ্গে দেখা হয় অনামিকার। এরপর একটি পার্টিতে ধীরে ধীরে তাঁদের মধ্যে আলাপ পরিচয় গাঢ় হয়। বিক্রমের পরিবার চায় অনামিকা তাদের ব্যবসার সঙ্গে যুক্ত হোক। আর অনামিকাও এতে রাজি হয়ে যায়। অনামিকার সঙ্গে বিক্রমের পরিবারের এহেন সম্পর্ক শেষপর্যন্ত ছাদনাতলায় গিয়ে পৌঁছায়। এরপর বিবাহবন্ধনে আবদ্ধ হয় বিক্রম-অনামিকা। বিক্রমরা লালকুঠিতে থাকে। বিয়ে হয়ে সেই বাড়িতে প্রবেশ করার পরই নানারকম অস্বিভাবিক ঘটনা ঘটতে থাকে অনামিকার সঙ্গে। পরিবারের সদস্যদের সেকথা জানালেও তাঁরা অনামিকার এই ধরণের কথা বিশ্বাস করে না। যতদিন যায় ক্রমাগত ভয় পেতে থাকে অনামিকা। এরপর একসময় অনামিকা নিজেই রহস্য উদঘাটনে নেমে পড়ে। তাহলে অনামিকার ভয় পাওয়ার কারণ কী? লালকুঠিতে কী কোনও ভয়ঙ্কর অতীত লুকিয়ে আছে? নাকি অন্য কোনও রহস্য রয়েছে এর পিছনে? জানতে হলে আগঅমী ২ মে থেকে প্রতি সোম থেকে শুক্র রাত সাড়ে ৯ টায় নজর রাখতে হবে জি বাংলার পর্দায়।
সুরিন্দর ফিল্মস-এর ব্যানারে শুভেন্দু চক্রবর্তীর পরিচালনায় আগামী ২ মে থেকে রাত সাড়ে ৯ টায় জি বাংলার পর্দায় আসছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে রাহুল বন্দ্যোপাধ্যায় ও রুকমা রায় ছাড়াও অভিনয় করছেন তনুকা চট্টোপাধ্যায়, দেবদূত ঘোষ, হৃতজিত চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, রূপম মন্ডল, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্য, শুভজিৎ কর-সহ আরও অনেকে।

ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

Skip to content