Skip to content
সোমবার ৩১ মার্চ, ২০২৫


কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ‘প্রাক্তনী’র অধিবেশন বসে প্রত্যেক মাসের প্রথম মঙ্গলবার আশুতোষ বিল্ডিং এ। জুলাই মাসের অধিবেশন বসেছিল ২১২ নম্বর ঘরে, গত ২ জুলাই মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটে।
এ বারের অধিবেশনের বিষয় ছিল নজরুল ইসলামের জন্মের ১২৫ বছর উদযাপন। সভাপতিত্ব করলেন জাতীয় শিক্ষক ড. নিরঞ্জন বন্দোপাধ্যায়। অভিযান বন্দ্যোপাধ্যায়, শীলা দত্ত, অপর্ণা বিশ্বাস, দীপান্বিতা সেন, অরিন্দম সরকার, যিশু দাস, সুকেশ মন্ডল প্রমুখ সভ্য সভ্যারা গানে, কথায়, কবিতায় তাঁদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৫৬: প্রথমে ‘সাড়ে চুয়াত্তর’ ছবির বিজ্ঞাপনে উত্তম কুমারকে খুঁজেই পাওয়া যায়নি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৫: প্রথম ভারতীয় সিভিলিয়ান সত্যেন্দ্রনাথ ভেবেছিলেন পরীক্ষায় পাশই করবেন না

নজরুল বাংলা ছবির সঙ্গে যুক্ত ছিলেন: সে সম্পর্কে জানালেন প্রাক্তনীর বর্তমান সম্পাদক ড. শঙ্কর ঘোষ। তিনি গানও করলেন। নজরুলের জীবনের নানা দিক উঠে এলো সভাপতির বক্তৃতায়। সুচারুরূপে সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ড. শঙ্কর ঘোষ।