বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


কপিলের শো-তে আমন্ত্রণের প্রস্তাব ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী।

বলিউডের কপিল শর্মাকে বলা যায় সব বিষয়েই সিদ্ধহস্ত। একদিকে তিনি যেমন লোক হাসাতে পারেন, তেমনই বিতর্কে জড়াতেও তাঁর বিন্দুমাত্র সময় লাগে না। বহু বার বহু বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কপিল। এক বার তো মদ্যপ অবস্থায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইট করে বসেন। তার পর কম ঝামেলা পোহাতে হয়নি তাঁকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে কপিল লেখেন, ‘‘গত ৫ বছর ধরে আমি ১৫ কোটি টাকা আয়কর দিচ্ছি। তার পরেও আমার অফিস তৈরি করতে নাকি মুম্বই পৌরসভাকে ৫ লাখ টাকা ঘুষ দিতে হবে। এই আপনার আচ্ছে দিনের উদাহরণ?’’
মদ্যপ অবস্থায় প্রধানমন্ত্রীকে গালাগালি ভরা টুইট করেও ক্ষান্ত হননি তিনি। হুমকি দিতে থাকেন এই কৌতুকশিল্পী নরেন্দ্র মোদীকে। তবে সেই ঘটনা এখন অতীত। নিজের শো-তে এক বার আমন্ত্রণ জানান তিনি প্রধানমন্ত্রীকে। উত্তরে নরেন্দ্র মোদী কপিলকে যা উত্তর দেন তা জানলে অনেকে অবাক হতে পারেন।
আরও পড়ুন:

স্যানিটারি ন্যাপকিন দিনে কত বার বদলানো উচিত? ঋতুস্রাবের সময়ে আর কোন কোন দিকে খেয়াল রাখবেন

কিছুতেই কমছে না ওজন? তাহলে লেবুর রস দিয়ে কফি খেয়ে দেখুন

সামনেই কপিলের নতুন ছবি ‘জ্বিগাতো’ মুক্তি পেতে চলেছে। এই ছবির প্রচারে এসেই এক সাক্ষাৎকারে কপিল প্রধানমন্ত্রীকে নিজের শোয়ে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। কপিল বলেন, ‘‘আমি নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ওঁকে নিমন্ত্রণ জানাই। তখন জবাবে উনি বলেন, বিরোধীরা এমনিতেই কম রসিকতা করছে না। তোমার অনুষ্ঠানে না হয় অন্য কোনও একদিন যাওয়া যাবে।’’
আরও পড়ুন:

স্বাদে-আহ্লাদে: বিকেল হলেই জমিয়ে প্রেম বা আড্ডা, সঙ্গে যদি থাকে ভেজিটেবিল চপ

অস্কারের আগে পার্টিতে সাদা পালকের পোশাকে নজর কাড়লেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস

‘জ্বিগাতো’ ছবিটি পরিচালনা করছেন নন্দিতা দাস। ছবিতে সাহানা গোস্বামীর বিপরীতে অভিনয় করছেন কপিল শর্মা। ইতিমধ্যেই ছবিটি একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে। ভারতে আগামী ১৭ মার্চ ছবিটি মুক্তি পেতে চলেছে।

Skip to content