শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথ দেব এবং নৃপেন চক্রবর্তী।

‘‘জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি’’— এরকমই একটি পোস্ট করে সমাজমাধ্যম থেকে বিরতি ঘোষণা করেছিলেন বলিউড অভিনেত্রী কাজল। তাঁর এই পোস্ট দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনুরাগীরা। যদিও পর জানা যায়, সবটাই আসলে প্রচার কৌশল ছিল। অভিনেত্রী কোনও সমস্যার মধ্যে নেই। উল্টে এক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে তাঁর অভিনীত একটি চরিত্র। যাকে নিয়ে কথা বলতে গিয়েই অভিনেত্রী নিজের কাথা টেনে আনেন।
কাজল ‘দ্য ট্রায়াল: প্যায়ার, কানুন, ধোকা’ নামে একটি সিরিজে অভিনয় করছেন। তাঁকে এই ছবিতে একজন আইনজীবী হিসেবে দেখা যাবে। পর্দায় ছরিত্রের নাম নয়নিকা সেনগুপ্ত। চরিত্রটি একটি জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তাঁর নেওয়া প্রতিটি সিদ্ধান্তই নতুন নতুন বাঁক তৈরি করতে পারে। বাকি চরিত্রগুলিও সেরকম জায়গায় দাঁড়িয়ে। কাজল জানান, বাস্তব জীবনেও তাঁকে এমন অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। উল্লেখ্য, ‘দ্য ট্রায়াল: প্যায়ার, কানুন, ধোকা’-এ কাজল ছাড়াও শিবা চড্ডা, যিশু সেনগুপ্ত, গৌরব পাণ্ডে প্রমুখ রয়েছেন।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১৬: কংগ্রেসের নেতৃত্বে দুটি জোট সরকার

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৩: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—খলসি ও করঞ্জা

তাঁর জীবনের কঠিন সিদ্ধান্তের প্রসঙ্গে অভিনেত্রী জানান, “আমার জীবনের এরকম অনেক উদাহরণ আছে। সেই সব ক্ষেত্রে আমাকে কঠিন সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হয়েছে। আমি যখন কেরিয়ারের শীর্ষ, তখনই আমি বিয়ে করি। আমি যে ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, সেটাই তো আমার ভাগ্য বদলে দিয়েছিল। আমি জানাই ছিল না, আদৌ আমি ছবির জগতে আসতে চাই কি না!”
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৭১: সাইকেল ও জীবন

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯২: মহর্ষিদেব নাতজামাইকে দিয়েছিলেন সোনার কলম

কাজলের বাবা তাঁকে বার বার সতর্ক করেছিলেন। অভিনেত্রীর কথায়, “আমার বেশ মনে আছে, তখন বাবা আমাকে বার বার ভালো করে ভেবেচিন্তে তার পরে সিদ্ধান্ত নিতে বলেছিলেন। বাবার বক্তব্য, আমি কখনও আর সেখান থেকে বেরোতেই পারব না। এর মধ্যে এক বার প্রবেশ করা যাওয়া মানে, শুধু অই পথেই চলতে হবে।” কাজলের কথায়, “সময় প্রমাণ করেছে, বাবা-ই ঠিক ছিলেন।”

Skip to content