রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


২০২২-এর শুরুর দিকে ভাইরাল হয়েছিলেন বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের এক বাদাম বিক্রেতা। নাম ভুবন বাদ্যকর। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গানটি গেয়ে রাতারাতি ভাইরাল হয়ে যান এই বাদাম বিক্রেতা। এরপর কলকাতায় গানের রেকর্ডিংয়েও আসেন তিনি। বর্তমানে দেশ, বিদেশে সর্বত্র ভাইরাল ভুবন বাদ্যকরের এই গান। জনপ্রিয় তারকাদের এই গানে নাচতেও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এভাবেই ধীরে ধীরে বাদাম বিক্রেতা থেকে সকলের প্রিয় বাদামকাকু হয়ে উঠেছেন ভুবন বাদ্যকর। সম্প্রতি স্টার জলসার নতুন শো ‘ইস্মার্ট জোড়ি’ তে অংশ নিয়েছেন ভুবন বাদ্যকর ও তাঁর স্ত্রী। ভুবনবাবু তাঁর স্ত্রীকে ভালোবেসে আদুরি বলে ডাকেন। এই শোয়েই কিছুটা আক্ষেপের সুরে ভুবনবাবুর স্ত্রী বলেছিলেন যে, বিয়ের সময় সব শখ-আহ্লাদ পূরণ হয়নি তাঁদের। স্বভাবতই আর্থিক স্বচ্ছলতা ছিল না বাদামকাকুর পরিবারের। সেই কারণে স্ত্রীর কলকাতা দেখার ইচ্ছাটাও সেইসময় পূরণ করতে পারেননি ভুবন বাদ্যকর। অবশেষে এত বছর পর স্ত্রী এবং নাতনির কলকাতা দেখার ইচ্ছা পূরণ করতে পারলেন তিনি। একটা গানই তাঁকে পৌঁছে দিয়েছে স্বপ্নপূরণের দোরগোড়ায়। হলুদ ট্যাক্সিতে চড়ে স্ত্রী ও নাতনিকে কলকাতা শহর ঘুরিয়ে দেখালেন বাদামকাকু। বাকি কথা জানতে হলে প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ন’টায় চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।

Skip to content