শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ও পার বাংলার একজন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ছোট পর্দা এবং ওয়েব সিরিজে বহু কাজ করেছেন অভিনেতা। এ বার দর্শকরা আফরানকে বড় পর্দায় দেখতে পারেন। এই মুহূর্তে তাঁর নতুন ছবি ‘সুড়ঙ্গ’ নিয়ে জোর চর্চা চলছে।
বিশেষত অভিনেত্রী নুসরত ফারিয়ার নাচ নিয়েও তৈরি হয়েছে উন্মাদনা। নুসরত ফারিয়ার নাচকে অনেকে সামান্থা রুথ প্রভুর সঙ্গে তুলনা করছেন। অল্লু অর্জুনের ‘পুষ্পা’ ছবিতে সামন্থার ‘উ অন্তভা’ গানের সঙ্গে নাকি হুবহু মিল রয়েছে নুসরতের সেই গানের দৃশ্যের। তাই সেই গানের দৃশ্য এবং আফরান নিশোকে প্রথম বার বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন:

অভিষেকই হতেন ‘লগান’-এর নায়ক! শত অনুরোধেও কেন তিনি রাজি হননি?

উত্তম কথাচিত্র, পর্ব-৩৮: চলতে চলতে ‘সাহেব বিবি ও গোলাম’

আফরান নিশো ছোট পর্দায় প্রায় ৪০টিরও বেশি কাজ করেছেন। ইন্ডাস্ট্রিতেও কমবেশি ১৫ বছর কাটিয়ে দিয়েছেন। যদিও দর্শকরা এখনও পর্যন্ত তাঁকে বড় পর্দায় দেখেননি। সে কারণেই আফরান নিশো প্রথম ছবি নিয়ে অনুরাগীদের এতটা উন্মাদনা। এদিকে এও শোনা যাচ্ছে, অভিনেতার প্রথম ছবি ‘সুড়ঙ্গ’ শুধু ও পার বাংলা নয়, এ পার বাংলাতেও মুক্তি পাবে। ‘ঢাকা ট্রিবিউন’-এর খবর, কলকাতার এক প্রথম সারির প্রযোজনা সংস্থা কলকাতায় ‘সুড়ঙ্গ’-এর প্রচারের দায়িত্ব নিয়েছে। যদিও ছবির পরিচালক রায়হান রাফী এবং প্রযোজক শাহরিয়ার শাকিল এ নিয়ে কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২৪: মাথায় চোট মানেই কি ইন্টারনাল হেমারেজ?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১: সুন্দরবনের শেকড়ের খোঁজে

পরিচালক জানিয়েছেন, “এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। আমার কাজ সিনেমা বানানো, সেটা করার চেষ্টা করেছি। প্রযোজক কোথায় ছবির মুক্তি করবেন, সেটা তাঁর একদমই তাঁর সিদ্ধান্ত। তাই ভারতে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে কি না, সেটা আমি বলতে পারবো না।” তিনি এও জানিয়েছেন, “এখনও সরকারি ভাবে কিছু হয়নি। তেমনটা হলে এসভিএফ নিশ্চয়ই ঘোষণা করত। যদিও এসভিএফ যে হেতু পোস্ট করেছে, তাহলে নিশ্চয়ই কোনও কারণ আছে।”

Skip to content