শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

প্রকাশ্যে এল রাতুল মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি ‘ইকির-মিকির’ এর চরিত্রদের প্রথম লুক। পরিচালকের কথায় মাত্র ৭ দিনের মধ্যে শ্যুট করা থ্রিলারধর্মী এই ছবিটি এমন এক সামাজিক বার্তাবহক হিসাবে আসতে চলেছে যে বিষয়টি সম্পর্কে আমাদের অবগত হওয়া অত্যন্ত জরুরি। আজ ছবির প্রতিটি চরিত্রের প্রথম লুক প্রকাশ্যে এল। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন এম লক্ষ্মণ। এম এল ফিল্মস প্রযোজিত এই ছবির আবহসঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সুরকার দেবজ্যোতি মিশ্র।
এক বহুতল আবাসনের সিকিওরিটি গার্ডের মৃত্যুকে কেন্দ্র করেই আবর্তিত হয় ছবির কাহিনী। এই খুনের সঙ্গে বিভিন্ন সূত্রে চরিত্রদের জড়িয় পড়া এবং বিভিন্ন উত্থান-পতনের মধ্যে দিয়ে সত্য উন্মোচনের মাধ্যমে একটি নিটোল থ্রিলারের গল্প পরিচালক বলতে চলেছেন এই ছবিতে। পাশাপাশি বর্তমান সময়ের সবথেকে প্রাসঙ্গিক বিষয়ও এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে ছবিতে। হ্যাঁ, অতিমারিও অন্যান্য চরিত্রদের পাশাপাশি সমান মহিমায়, সমান গুরুত্বের সঙ্গে উপস্থিত থাকতে চলেছে পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ইকির-মিকির’-এ।
এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে রূপাঞ্জনা মিত্র, রজতাভ দত্ত, সৌরভ দাস, দেবপ্রসাদ হালদার, অপ্রতীম চট্টোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী, তিয়াশার মতো একঝাঁক তারকাদের। সুত্রের খবর, খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ছবিটি, যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি মুক্তির তারিখ।

Skip to content