বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪


কৌশিক গঙ্গোপাধ্যায়

‘হইচই’-এর ১০০তম অরিজিনালস হিসাবে মুক্তি পেতে চলেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ ‘টিকটিকি’। এই সিরিজে দুই মুখ্যচরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। ‘টিকটিকি’-র হাত ধরেই ওয়েব প্ল্যাটফর্মে কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগমন ঘটলো। গত ১২ মার্চ মুক্তি পেয়েছে ‘টিকটিকি’-র ট্রেলার। টানা ৯ দিনের শুটিংয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়-এর কথায়, ‘টিকটিকি একটি জার্মান নাটকের বাংলা রূপ। জার্মান ভাষায় বহুবার বিভিন্ন জায়গায় এই নাটকটি প্রদর্শিত হয়েছে। আমি যখন কলেজে পড়তাম, সেইসময় ‘স্বপ্নসন্ধানী’ নাট্যগোষ্ঠীর নিবেদনে মঞ্চস্থ হতো ‘টিকটিকি’ নাটকটি। সেখানে সত্যসিন্ধুর ভূমিকায় অভিনয় করতেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং বিমল-এর ভূমিকায় দেখা যেত কৌশিক সেনকে। আমি মঞ্চের অন্যান্য দায়িত্ব সামলাতাম। তখন থেকেই এই নাটকটি পর্দায় আনার কথা ভেবেছিলাম। তবে হইচইয়ের ১০০ তম অরিজিনালস হিসাবে যে আমার এই স্বপ্নপূরণ হবে এটা ভাবতেই পারছি না। এ আনন্দ বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না। আর কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য-এর মতো অভিনেতাদের ছোঁয়ায় এই ওয়েব সিরিজটি যে অন্যমাত্রা নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এঁদের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করতে পেরে আমি আপ্লুত।’
‘টিকটিকি’-তে অনির্বাণ ভট্টাচার্য অভিনয় করছেন মিলন বসাক-এর চরিত্রে। আর সৌমেন্দ্রকৃষ্ণ দেব-এর চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বলেন, ‘টিকটিকিতে মিলন বসাকের চরিত্রটা ফুটিয়ে তোলা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। কারণ, এখানে টানা শুটিং চলেছে। এক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হয়েছিল যে, কোথাও যেন কোনও ভুল ভ্রান্তি না হয়।’ পাশাপাশি অভিনেতা বক্তব্য, ‘এই ওয়েব সিরিজে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে।’
ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ওয়েব সিরিজটি ‘হইচই অরিজিনালস’-এ আগামী ১৮ মার্চ মুক্তি পাবে।

Skip to content