![](https://samayupdates.in/wp-content/uploads/2023/02/Saif-Ali-Khan.jpg)
অভিনেতা এবং প্রযোজক সইফ আলি খান।
বলিউডে রিমেক বা বিদেশি গল্পের ছায়া অবলম্বনে ছবি তৈরির উদাহরণ প্রায়ই দেখা যায়। সম্প্রতি জানা গিয়েছে, সইফ আলি খানের ব্ল্যাক নাইট ফিল্মস এবং এন্ডেমল শাইন ইন্ডিয়া যৌথভাবে প্রযোজনা করতে চলেছে জনপ্রিয় ড্যানিশ সিরিজ ‘দ্য ব্রিজ’-এর হিন্দির রূপান্তর। এই ছবিতে প্রযোজনার পাশাপাশি অভিনয় করতেও দেখা যাবে সইফকে।
বিশ্ব জুড়ে ‘দ্য ব্রিজ’-এর কাহিনির আবেদন রয়েছে। নানা ভাষাভাষী মানুষ এই কাহিনির রসগ্রহণ করে আসছেন। কদর করছেন এই গল্পের। দেশকালের গণ্ডি ছাড়িয়ে এই ছবির আবেদন সর্বত্র।
গল্পের সূত্রপাত সীমান্তে আবিষ্কৃত একটি মৃতদেহ দিয়ে। যার দু’টি অংশ রয়েছে দুই দেশে। এই রহস্যজনক ঘটনার তদন্তে নামতে দেখা যায় যৌথ ভাবে দু’দেশের পুলিশ ও গোয়েন্দা বাহিনীকে।
গল্পের সূত্রপাত সীমান্তে আবিষ্কৃত একটি মৃতদেহ দিয়ে। যার দু’টি অংশ রয়েছে দুই দেশে। এই রহস্যজনক ঘটনার তদন্তে নামতে দেখা যায় যৌথ ভাবে দু’দেশের পুলিশ ও গোয়েন্দা বাহিনীকে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/02/Ramayana-1.jpg)
শাশ্বতী রামায়ণী, পর্ব-৩৫: রাজ সিংহাসন কি মন ভোলাল ভরতের?
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/02/lemon-coffee-benefits.jpg)
কিছুতেই কমছে না ওজন? তাহলে লেবুর রস দিয়ে কফি খেয়ে দেখুন
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সইফ আলি খান বললেন, “অভিনেতা এবং প্রযোজক হিসাবে যে ধরনের ছবির জন্য আমরা অপেক্ষা করে থাকি, এটি তেমন একটি অসাধারণ কাজ। সারা বিশ্বে এই কাহিনি ছড়িয়ে পড়েছে। মানুষের ভালোবাসাও পেয়েছে এই ছবি। তাই আমার টিম এমন একটা কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ উত্তেজিত।”
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/02/dark-chocolate.jpg)
হেলদি ডায়েট: ডার্ক চকোলেট হার্টের অসুখ-সহ নানা রোগের দাওয়াই, কতটা খাবেন, কেন?
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/sponge-cake-recipe.jpg)
এই প্রথম বার নিজেই বড়দিনের কেক বানাবেন? ৩ উপকরণে হবে বাজিমাত
শাইন ইন্ডিয়ার সিইও ঋষি নেগি বলেন, “দ্য ব্রিজ’-এর চিত্রনাট্য অত্যন্ত শক্তিশালী। বিশ্বের যে কোনও প্রান্তের দর্শক এই কাহিনি দেখতে ভালোবাসবেন। আমরা মূল কাহিনির জাদুটা আমাদের ভাষায় অক্ষুণ্ণ রাখতে ঞ্জথাসাধ্য চেষ্টা করছি।”