রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


‘গদর ২’ ছবিতে অমিশা-সানি। ছবি: সংগৃহীত।

‘গদর ২: দ্য কথা কন্টিনিউজ’ মুক্তি পেল শুক্রবার ১১ অগস্ট। প্রথম দিনই ২০ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। তা-ও আবার অগ্রিম বুকিংয়ের মাধ্যমে। ‘গদর’ ছবির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০০১ সালে। ছবিটি বক্স অফিসে সাড়া ফেলেছিল। ছবির বাজেট ছিল সাড়ে ১৮ কোটি টাকা। কিন্তু ছবি বক্স অফিস থেকে ব্যবসা করেছিল ১৩৩ কোটি টাকা। এ বার ‘গদর’ ছবিরই দ্বিতীয় পর্ব ‘গদর ২: দ্য কথা কন্টিনিউজ’ মুক্তি পেল।
বলিপাড়ায় খবর, ‘গদর ২’-এর জন্য ছবির নির্মাতারা ৫০ কোটি টাকা খরচ করেছেন। ‘গদর’ ছবির তারা-শাকিনা জুটি প্রায় ২২ বছর পর বড় পর্দায় ফিরলেন। এই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে উন্মাদনা ছিল প্রথম থেকেই। তবে সানি দেওল খান ও কুমারদের টেক্কা দিয়ে দেবেন সেটা অনেকের কাছেই প্রত্যাশিত ছিল না।
আরও পড়ুন:

ড্রপ ব্যবহার করেও কিছুতেই খুলছে না বন্ধ নাক? এই ঘরোয়া উপায়গুলি চেষ্টা করে দেখতে পারেন

গর্ভেই মৃত্যু হয় দ্বিতীয় সন্তানের, তিন বছর পর গোপন কথা প্রকাশ্যে আনলেন রানি মুখোপাধ্যায়

২০ লাখ অগ্রিম টিকিট বিক্রির প্রসঙ্গে ছবির পরিচালক লেখেছেন, ‘‘এ সবই ঈশ্বরের অসীম কৃপা।’’ প্রথম দিনেই দেশের বড় মাল্টিপ্লেক্স চেইনগুলিতে টিকিট বিক্রির মাধ্যমে ইতিমধ্যেই ১৫ কোটি টাকা আয় করে ফেলেছে ‘গদর ২’। প্রথম দিন প্রায় ৮৫ শতাংশ দর্শক থাকবে দিল্লি ও উত্তরপ্রদেশের অধিকাংশ হলের প্রায় প্রতিটি শোতেই। পাটনায় ৭৫ শতাংশ আসন অগ্রিম বুকিং হয়েছে। জয়পুরেও অগ্রিম বুকিংয়ের মাধ্যমে ৪৪ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। এখন দেখার সানি দেওলের ‘গদর ২: দ্য কথা কন্টিনিউজ’ ১০০ কোটির ক্লাবে ঢুকতে পারে কি না।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content