সোমবার ১২ মে, ২০২৫


মডেল বিদিশা বুধবার ভোরে শেষ বার অনলাইনে এসেছিলেন। ঘনিষ্ঠদের বক্তব্য অনুযায়ী, তারপর থেকে আর বিদিশাকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে অনলাইন হতে দেখা যায়নি। যেহেতু হাতে তেমন কোনও কাজ না গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বিদিশা ঘুম থেকে উঠতেন দেরি করে তাই কারও সন্দেহ হয়নি। যদিও বিকেল প্রায় ৫টা পর্যন্ত ঘরের দরজা বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েন বিদিশার ফ্ল্যাটমেট দিশানী। নাগেরবাজারের রামগড় কলোনির দু’কামরার ওই ফ্ল্যাটে কলেজ পড়ুয়া দিশানীর সঙ্গে থাকতেন বিদিশা। দিশানী কলেজ থেকে ফিরে কোনও রকম সাড়া না পেয়ে দরজা ঠেলে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন বিদিশা। তৎক্ষণাৎ তিনি মডেলের এক পরিচিতকে ফোন করেন। ফোন পেয়েই ছুটে আসেন তিনি। এরপর বিদিশার মা পম্পা দে মজুমদার এবং বাবা বিশ্বনাথ দে মজুমদারও পুলিশের খবর দ্রুত ঘটনাস্থলে আসেন।

ছবি: ফেসবুক

Skip to content