শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

সঙ্গীত জগতের তিন প্রবাদপ্রতিম শিল্পী সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী। ভারতীয় সঙ্গীতে এবং সিনেমায় তাঁদের অবদান অপরিসীম, অভাবনীয়। তাঁরা ছিলেন সঙ্গীত জগতের অভিভাবক। এই তিন তারকার প্রয়াণে এখন সারা ভারতবর্ষ শোক স্তব্ধ। আজ শনিবার দাদাগিরির মঞ্চে শ্রদ্ধা জানানো হবে এই কিংবদন্তিদের। তাঁদের সফর ফিরে দেখবে দাদাগিরি সিজন ৯। অনেক অজানা গল্প, অভিজ্ঞতা আর গান শোনা যাবে এই মঞ্চে। এই বিশেষ পর্বে দাদা অর্থাৎ শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়-এর সঙ্গে মঞ্চে থাকবেন সংগীত জগতের বিশিষ্ট ব্যাক্তিত্বরা। মঞ্চে থাকবেন হৈমন্তী শুক্লা, সৈকত মিত্র, শ্রাবণী সেন, অরুন্ধতী চৌধুরি, শিবাজী চট্টোপাধ্যায়, মানসী মুখোপাধ্যায়, শ্রীকুমার চট্টোপাধ্যায়-এর মতো সঙ্গীতশিল্পীরা। গানে গল্পে প্রয়াত সঙ্গীতশিল্পীদের শ্রদ্ধা জানাবেন তাঁরা। আর কী কী হবে এদিন দাদাগিরি সিজন ৯-এর মঞ্চে? জানতে হলে আজ শনিবার রাত সাড়ে ৯টায় চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

Skip to content