শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কলকাতায় বৃষ্টি

ছবি: সংগৃহীত।

বলিউডে চার বছরের বিরতির পর ‘পাঠান’ ছবির মাধ্যমেই প্রত্যাবর্তন করেছিলেন শাহরুখ খান। দর্শকও ‘বাদশা’কে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন। ছবিটি একাধিক নজির গড়েছিল। ‘পাঠান’ ছবির সাফল্যের পর থেকেই শোনা যাচ্ছিল, প্রযোজক আদিত্য চোপড়া ছবির সিক্যুয়েল বানাতে চান।
বলিপাড়া সূত্রের খবর, ছবি প্রযোজনা করেছিল যশরাজ ফিল্মস। তারা এ বারা খুব তাড়াতাড়ি ‘পাঠান’-এর সিক্যুয়েল বানানোর কাজ শুরু করতে চাইছে। ‘পাঠান’ পরিচালনা করেছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তবে বলিউড সূত্রে খবর ‘পাঠান’-এর সিক্যুয়েল পরিচালক করবেন না সিদ্ধার্থ। নতুন কোনও পরিচালককেই ছবি পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।
আরও পড়ুন:

এসি চালিয়েও কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করবেন? জেনে নিন এসি-র খুঁটিনাটি

ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে কী করবেন? রইল টিপস

যদিও প্রযোজনা সংস্থা এ নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। তবে সূত্রের দাবি, এখনও পর্যন্ত যশরাজ দ্বিতীয় বার কোনও পরিচালককে ফিরিয়ে আনেনি। ‘ওয়ার’ ও ‘টাইগার’ এর ক্ষেত্রেও অন্যথা হয়নি। তাই ‘পাঠান ২’-এর ক্ষেত্রেও আদিত্য নতুন পরিচালক বেছে নিতে চাইছেন। অন্য দিকে এ-ও খবর, ‘টাইগার ভার্সাস পাঠান’ ছবিটি সিদ্ধার্থ পরিচালনা করবেন।
আরও পড়ুন:

জল ঠিক মতো খাওয়া হচ্ছে না? শরীর কিন্তু নিজেই জানিয়ে দেবে, কোন ৫ উপসর্গে একদমই অবহেলা নয়?

চাল ধোয়া জল ফেলে দেন? জেনে নিন এই জল কোন কোন কাজে ব্যবহার করতে পারেন

খবর, ‘পাঠান ২’ এর প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। ২০২৪ সালের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হতে পারে। ‘পাঠান’-এর সিক্যুয়েল ছবিতে শাহরুখ ছাড়াও থাকবেন দীপিকা থাকবেন। তবে খলচরিত্রের কাকে দেখা যাবে তা এখনও চূড়ান্ত হয়নি।

Skip to content