শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


অনুপম এবং প্রস্মিতা। ছবি: সংগৃহীত।

চার হাত এক হল অনু্পম রায় ও প্রস্মিতা পালের। একদম সাদামাঠা ভাবেই তৃতীয় বিয়ে সারলেন গায়ক অনু্পম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনরা। মার্চের সন্ধ্যায় নতুন অধ্যায় শুরু করলেন অনুপম-প্রস্মিতা। অনুপম ও প্রস্মিতার আলাপ বহু দিনের। যদিও তা পেশাগত আলাপই ছিল। পরে তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়। আর সেখান থেকেই প্রেমের সম্পর্ক। অবশেষে গায়ক-গাতিকা স্বামী-স্ত্রী হলেন। প্রস্মিতা-অনুপমের প্রেমের জল্পনাটা দীর্ঘ দিন ধরেই চলছিল।
বিয়ের আগে প্রস্মিতা জানিয়েছিলেন, ‘‘গত এক বছর আমরা সম্পর্কে রয়েছি। তার পর আমাদের মনে হয়েছে, এবার আমরা এগোতে পারি। তার পরেই আমরা সিদ্ধান্ত নিই বিয়ে করবার।’’ অনুপমের হবু ঘরণী এও বলেন, ‘‘ আমরা নতুন একটা জীবন শুরু করতে চলেছি। আমি এই সম্পর্ক নিয়ে খুবই আশাবাদী। আমাদের চারপাশে সবাই ভালো থাকলে, আমরাও অবশ্যই ভালো থাকব।’’

এদিকে অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া জানিয়েছিলেন, ‘‘ওঁদের বিয়ের কথা জানার পরই আমি নিজে থেকে অনুপমকে শুভেচ্ছা জানিয়েছি। ওঁদের যে বিয়ের দিন ঠিক হয়েছে, তাও আমি আগে থেকেই জানতাম। প্রস্মিতাকেও আগে থেকেই জানি।’’ পিয়া চান অনুপম-প্রস্মিতার নতুন জীবন ভালো ভাবে শুরু হোক, ভালো থাকুন।
আরও পড়ুন:

ছবিতে আর শুধু ‘আইটেম ডান্স’ ভালো লাগছে না! পরিচালকদের কাছে কী আর্জি জানালেন নোরা

রোজ ২ লিটার জল খেতেই হবে! পর্যাপ্ত জলপান না করলে কী কী অসুবিধে হতে পারে?

‘হাইওয়ে’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন প্রস্মিতা ও অনুপম। দু’জনে ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন। ‘সাজনা’, ‘হতে পারে না’ গানগুলিও প্রস্মিতা গেয়েছেন। এই সব গান বেশ জনপ্রিয়ও হয়েছে।

অনুপমের সঙ্গে পিয়া চক্রবর্তীর বিয়ে হয়েছিল ২০১৫ সালে। প্রায় ছয় বছর সংসার করার পর তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন। অনুপমের সঙ্গে পিয়ার বন্ধুত্ব হয়েছিল কলেজে পড়ার সময় থেকে। এই বন্ধুত্ব থেকেই ভালোবাসার সম্পর্ক, পরই তাঁরা বিয়ে করেন। অনুপম অনেক সফল ছবিতে গান গেয়েছেন। আবার সুরও করেছেন তিনি। অনুপমের কবিতার বইও প্রকাশিত হয়েছে। ২০২১ সালে অনুপমের সঙ্গে পিয়ার বিচ্ছেদ হয়। বিচ্ছেদের বছর দুয়েকের মাথায় গত বছর নভেম্বর মাসে পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন পিয়া। এ বার অনুপম নতুন জীবন শুরু করতে চলেছেন।

Skip to content